ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাশরাফিদের ফিটনেসে আরও উন্নতি চান ভিল্লাভারায়ন

প্রকাশিত: ০৫:৩৭, ৫ জানুয়ারি ২০১৬

মাশরাফিদের ফিটনেসে আরও উন্নতি চান ভিল্লাভারায়ন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় তিন সপ্তাহ (১৮ দিন) মাঠের বাইরে ছিলেন ক্রিকেটাররা। আবারও ফিরেছেন অনুশীলনে। জিম্বাবুইয়ের বিপক্ষে আসন্ন সিরিজ উপলক্ষে ২৭ ক্রিকেটারকে নিয়ে অনুশীলন শুরু হয়েছে রবিবার। প্রথম দিনেই ক্রিকেটারদের ফিটনেস দেখে নিয়েছেন স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন। সোমবার দ্বিতীয় দিনেও তিনি তা পরখ করেছেন। ক্রিকেটাররা যে অবস্থায় আছেন সেটা নিয়ে সন্তুষ্ট ভিল্লাভারায়ন। কিন্তু একেবারে পরিপূর্ণ ফিটনেসে নেই কারও। সেজন্য আরও কাজ করতে হবে ফিটনেসে উন্নতি করতে হলে। সোমবার সকালে ক্রিকেটাদের ঐচ্ছিক অনুশীলনের ফাঁকে এসব কথা বলেন ভিল্লাভারায়ন। গত ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রায় একমাস ধরে চলা বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলেছেন ক্রিকেটাররা। তার আগে জিম্বাবুইয়ের বিপক্ষে ঘরোয়া সিরিজ এবং জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। সবমিলিয়ে বেশ ব্যস্তই ছিলেন ক্রিকেটাররা। তবে এরপর দীর্ঘ ১৮ দিনের বিরতি কিছুটা ফিটনেসে ঘাটতি তৈরি করেছে। এ বিষয়ে ভিল্লাভারায়ন বলেন, ‘আমরা প্রচুর ক্রিকেট খেলেছি। সত্যি বলতে এটা বেশ ভাল। মাঝখানে ফিটনেস নিয়ে কাজ করা হয়নি। আমরা এটা বিবেচনায় রেখেছি। তাদের ফিটনেস মোটামুটি ভাল আছে। উন্নতি করতে আমাদের কাজ করতে হবে আমাদের। সবাই আপ টু দ্য মার্ক নেই। তবে উন্নতি করছে।’ প্রচুর ম্যাচ খেলার কারণে ক্রিকেটাররা বেশ ছন্দে আছে। আর এ কারণে সবাই আগামী চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুতও আছে বলে মনে করেন ভিল্লাভারায়ন। তিনি বলেন, ‘আমার মনে হয় তারা প্রস্তুত। অনেক ম্যাচ প্র্যাকটিস হয়েছে। বিপিএলে অনেক ম্যাচ খেলেছে তারা। প্রায় প্রতিদিনই খেলেছে। তো কারা আপ টু দ্য মার্কে নেই সেটা আমাদের বের করতে হবে। আমাদের উন্নতি করা প্রয়োজন। বিপিএলের পর আমরা বিশ্রাম পেয়েছি। ঘরোয়া ক্রিকেট শুরু হচ্ছে। যারা আমার সঙ্গে নেই তাদের আলাদাভাবে কাজ করা উচিত। আর যখন তাদের পাব তাদের নিয়ে কাজ করব। বিসিএল শুরু হচ্ছে। তাই তাদের কাজ শুরু করা দরকার। তারাও জানে আলাদাভাবে কাজ শুরু করা উচিত।’ বিপিএলে ক্রিকেটারদের ফিটনেস দেখার সুযোগ পাননি। তবে বিভিন্ন ম্যাচ দেখেছেন ভিল্লাভারায়ন। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা বলা আমার জন্য কঠিন। অনেক ক্যাচ মিস হয়েছে সেটা হতে পারে ফিটনেসের কারণে। ফিটনেস এবং ফিল্ডিংয়ের গভীর একটা সম্পর্ক আছে। দুটি একসঙ্গেই আগায়। এটা দেখে উন্নতি করা দরকার।’ বাংলাদেশের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ছুটিতে থাকলেও যোগ দেবেন অচিরেই। তখন ফিল্ডিংয়ের বিষয়টি নিয়ে কাজ করা হবে বলে জানালেন তিনি। ভিল্লাভারায়ন বলেন, ‘আমরা সব সময় উন্নতি করতে পারি। বলছি না যে বাজে অবস্থা। ভাল, তবে আমরা আরও উন্নতি করতে পারি। রিচার্ড আগামীকাল আসছে। গত দেড় বছর ধরে আমরা একসঙ্গে কাজ করেছি। গত এক মাস বা তারচেয়ে বেশি সময় ধরে রুবেলের কাফ ইনজুরি। গত বছর অনেক ব্যস্ত সময় গেছে। ইনজুরি হতেই পারে। এটা শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক সব দলেই হয়ে থাকে। খেলোয়াড়দের সঙ্গে কাজ করা দরকার। ঘরোয়া দলের সঙ্গেও কাজ করা দরকার। তাদের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে হবে। এটা গুরুত্বপূর্ণ।’
×