ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, ভ্যালেন্সিয়া ২-২ রিয়াল মাদ্রিদ

নতুন বছরেও বিবর্ণ রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৫:৩৭, ৫ জানুয়ারি ২০১৬

নতুন বছরেও বিবর্ণ রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ বার বার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছে না রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন বার্সিলোনা অনেক ম্যাচে হোঁচট খেলে তাদের কাছাকাছি আসা বা টপকে যাওয়ার সুযোগ পায় গ্যালাক্টিকোরা। কিন্তু একবারও সুযোগ নিতে পারেনি রিয়াল। রবিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে আরও একবার ব্যর্থতার স্বাক্ষর রেখেছেন রোনাল্ডো, বেল, বেনজেমারা। উত্তেজনাপূর্ণ ও ঘটনাবহুল ম্যাচে স্বাগতিক ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে দশজনের রিয়াল মাদ্রিদ। ফলে নতুন বছর ২০১৬ সালের শুরুটাও মলিন হলো স্প্যানিশ পরাশক্তিদের। ভ্যালেন্সিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পর ১৮ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকতে হচ্ছে রিয়ালকে। সমানসংখ্যক ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা বার্সিলোনার সংগ্রহ ৩৯ পয়েন্ট। তবে রিয়াল ও এ্যাটলেটিকোর চেয়ে এক ম্যাচ কম খেলেছে কাতালানরা। রিয়ালকে রুখে দিয়ে লা লিগায় ঘরের মাঠে ভালেন্সিয়ার টানা অপরাজেয় পথচলা আরও লম্বা হয়েছে। এক বছরের বেশি সময় ধরে লীগে ঘরের মাঠে কোন ম্যাচ হারেনি দলটি। ২০১৪ সালের ৩০ নবেম্বর শেষবার মেস্টালায় তারা হার মেনেছিল বার্সিলোনার কাছে ১-০ গোলে। ভালেন্সিয়ার বিপক্ষে গত তিন ম্যাচে জিততে না পারার হতাশা তো ছিলই, তার মধ্যে আবার এ মাঠে সবশেষ মুখোমুখি লড়াইয়ে হারতে হয়েছিল রিয়ালকে। যে কারণে প্রতিশোধের লক্ষ্যও ছিল রিয়ারের। আক্রমণ পাল্টা আক্রমণে শুরু থেকেই উপভোগ্য হয়ে ওঠে ম্যাচ। প্রথম দশ মিনিটে ভালেন্সিয়ার দুটি আক্রমণ রিয়ালের রক্ষণদুর্গ কাঁপিয়ে দেয়। তবে ১৬ মিনিটে প্রথম সুযোগ পেয়েই রিয়াল এগিয়ে যায়। গোলটি দারুণ দলীয় প্রচেষ্টার ফল। বিশেষ করে বললে ‘বিবিসি’ নামে পরিচিত হয়ে ওঠা রিয়ালের আক্রমণভাগের নৈপুণ্য। বেনজেমা একজনকে কাটিয়ে বল বাড়ান গ্যারেথ বেলকে, ওয়েলসের ফরোয়ার্ড ব্যাকহিল করেন রোনাল্ডোকে। এরপর পর্তুগীজ ফরোয়ার্ড দুর্দান্ত পাস দেন বেনজেমাকে। দারুণ প্লোসিং শটে লক্ষ্যভেদ করতে সমস্যা হয়নি ফরাসী ফরোয়ার্ডের। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে ভালেন্সিয়াকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার ডানিয়েল পারেজো। পর্তুগীজ ডিফেন্ডার পেপে প্রতিপক্ষের মিডফিল্ডার আন্দ্রে গোমেজকে ফাউল করলে পেনাল্টিটা পায় ভালেন্সিয়া। বিরতির পর ৬৮ মিনিটে সবচেয়ে বড় ধাক্কা খায় রিয়াল। দারুণ এক পাল্টা আক্রমণে উঠে আসা স্বাগতিকদের পর্তুগীজ ডিফেন্ডার জোয়াও কানসেলোকে বাজেভাবে ফাউল করায় সরাসরি লালকার্ড দেখেন অস্ট্রিয়ার মিডফিল্ডার মাটেও কোভাসিচ। একজন কম নিয়ে খেলেও ৮২ মিনিটে বেলের নৈপুণ্যে ফের এগিয়ে যায় রিয়াল। জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের ফ্রিকিকে হেড করে বল জালে জড়ান ওয়েলসের মিডফিল্ডার। এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য এক মিনিটের বেশি স্থায়ী হয়নি অতিথিদের। ৮৩ মিনিটে স্বদেশী ফরোয়ার্ড রড্রিগোর হেডে বাড়ানো বলে ফিরতি হেড করে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড পাসো আলকাসের। বাদ বাকি সময়ে গোল করার জন্য মুহুর্মুহু আক্রমণ শাণিয়েও লক্ষ্যভেদ করতে পারেনি রিয়াল। ফলে নতুন বছরে প্রথম ম্যাচেই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। তবে একজন কম নিয়ে খেলেও ভালেন্সিয়ার সঙ্গে ড্র করতে পারায় শিষ্যদের প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেজ। দুইবার এগিয়ে যেয়েও ড্র করার পর বেনিতেজ বলেন, শুধু ফল দেখলে ভুল হবে। খেলোয়াড়রা যে প্রচেষ্টা দেখিয়েছে তাতে অনেক প্রশংসা প্রাপ্য তাদের। আমরা অনেক জিতেছি। কিন্তু ম্যাচটি ছিল কঠিন এক দলের বিপক্ষে। শেষদিকে আমরা দশ খেলোয়াড় নিয়ে লড়াই করেছি। সংবাদ মাধ্যমে অনেক দিন ধরেই রিয়ালে বেনিতেজের ভবিষ্যত নিয়ে শঙ্কার খবর আসছে। মাঠে সমর্থকদের দুয়োও শুনতে হচ্ছে তাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে মানুষের জল্পনা কল্পনা করতে থাকা তো আমি থামাতে পারি না।
×