ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘরের মাঠে ভাল সুযোগ দেখছেন মেহেদী

প্রকাশিত: ০৫:৩৬, ৫ জানুয়ারি ২০১৬

ঘরের মাঠে ভাল সুযোগ দেখছেন মেহেদী

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট। ঠিক ১২ বছর পর আবারও ছোটদের ক্রিকেটে সবচেয়ে বড় আসরটির আয়োজক হচ্ছে বাংলাদেশ। যুব বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল খেলা। ২০০৬ সালে পঞ্চম স্থান অর্জনই সেরা অর্জন। আর গত আসরে (২০১৪) আরব আমিরাতে আয়োজিত যুব বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে, তবে প্লেট চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ যুবারা। কিন্তু এবার ঘরের মাঠে সেরা সাফল্য দেখাতে চায় দলটি। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে যাওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ প্রত্যয় জানিয়েছেন এবার অতীতের চেয়ে বড় সাফল্য অর্জনের দারুণ সুযোগ রয়েছে। মিরাজ জানালেন তার স্বপ্ন বাংলাদেশকে বিশ্বচ্যাম্পিয়ন করানো। বাংলাদেশ যুবদল ১৯৯৮ সালে প্রথমবার প্লেট চ্যাম্পিয়ন হয়। এছাড়া ২০০৪ সালের ঘরের মাঠে এবং ২০১০ ও ২০১৪ সালেও প্লেট চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এখন পর্যন্ত মাত্র তিনবার গ্রুপ পর্ব পেরিয়ে সুপারলীগ খেলতে পেরেছে বাংলাদেশের যুবারা। সেরা সাফল্য ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে পঞ্চম স্থান অর্জন। কিন্তু গত আসরে সুপার লীগে উঠতে না পারাটা মানতে পারেন না অধিনায়ক মেহেদী। সমান ৪ পয়েন্ট থাকলেও বাংলাদেশ নেট রানরেটে পিছিয়ে গ্রুপ পর্ব পেরোতে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে হারটাই পিছিয়ে দিয়েছিল বাংলাদেশ যুবাদের। সে বিষয়ে মেহেদী বলেন, ‘আসলে আমাদের সমস্যাটা হয় যখন আমরা সিরিজ খেলি তখন আমরা খুব ভাল ক্রিকেট খেলি। সিরিজে একটা ম্যাচ হারলে কামব্যাক করার সুযোগ থাকে। কিন্তু যখন আমরা বিশ্বকাপে খেলি তখন ছোট ছোট সমস্যার জন্য আমরা বাদ পরে যাই। শেষ বিশ্বকাপে আমরা রান রেটে বাদ পড়েছি। প্রথম দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডের বিষয়ে নিশ্চিত ছিলাম কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে আমরা আর উঠতে পারি নাই। ছোট সমস্যা যেমন একটা ক্যাচ মিস বা আউট অনেক প্রভাব তৈরি করে ম্যাচে। এবার আমরা আগের বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে কাজ করে যাচ্ছি।’ গত বছর ভারত সফরে তেমন সুবিধা করতে পারেনি অনুর্ধ ১৯ দল। কিন্তু সেসব ভুলে যেতে চান মেহেদী। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে ভারত সিরিজটা আমাদের জন্য বাজে গেছে। ওই খানে আমাদের ব্যাটসম্যানরা ভাল কিছু করতে পারেনি। দেশে ফিরে অনুশীলন করেছি, বিসিবি একাদশের সঙ্গে চারটা ম্যাচ খেলেছি। ওই খানে আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি এবং ব্যাটসম্যানরা রান করেছে। বোলাররাও উইকেট পেয়েছে। আমরা তিনটা ম্যাচ জিতেছি। সব মিলিয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক ভাল।’ আর বেশি সময় নেই, ২৭ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ। এবার বাংলাদেশের লক্ষ্য কতদূর? এ বিষয়ে মেহেদী বলেন, ‘যখন আমি অনুর্ধ ১৯ দলে সুযোগ পাই তখন থেকেই আমার স্বপ্ন আমরা একদিন অনুর্ধ ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব। বাংলাদেশের ইতিহাসে কখনও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি, সেমিফাইনালও খেলেনি। এ বছর সুযোগ রয়েছে আমাদের দেশে বিশ্বকাপ। আমাদের কন্ডিশন, সবকিছুই আমাদের পক্ষে আছে। আমরা যদি ভাল ক্রিকেট খেলি, সবকিছু যদি ঠিক হয় ইনশাআল্লাহ এবার একটা সুযোগ রয়েছে ভাল কিছু করার। আমি এই নিয়ে দু’বার অধিনায়কত্ব করছি। আমার অভিজ্ঞতা রয়েছে গত বিশ্বকাপের। ওই অভিজ্ঞতা এবার আমি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি।’
×