ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ

প্রকাশিত: ০৫:৩৫, ৫ জানুয়ারি ২০১৬

অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ

স্পোর্টস রিপোর্টার ॥ মিচেল জনসন অবসরে, ইনজুরিতে মিচেল স্টার্ক। সময়ের দুই সেরা স্ট্রাইক বোলারের অনুপস্থিতিতে অসি নির্বাচকরা যে আসলেই চিন্তিত, সেটিই ফুটে উঠল। ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে ডাকা হলো দুই নতুন পেসার স্কট বোল্যান্ড ও জোয়েল প্যারিসকে। কেবল তাই নয়, টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ঘোষিত ১৩ সদস্যের দলে ব্যাপক পরিবর্তন এসেছে। জায়গা হয়নি জো বার্নস, জেমস প্যাটিনসন ও অভিজ্ঞ স্পিনার নাথান লেয়নের। ফেরানো হয়েছে কেন রিচার্ডসন, শন মার্শ, জেমস ফকনার ও জস হ্যাজলউডকে। ফিটনেস ঘাটতি সত্ত্বেও প্রথম তিন ম্যাচের অধিনায়কের দায়িত্বে যথারীতি স্টিভেন স্মিথ। গত বছর মার্চে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে বিদায় করে ফাইনালে খেলেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। এবার পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি২০তে মুখোমুখি ক্রিকেটের দুই শীর্ষ শক্তি। ১২ জানুয়ারি পার্থে প্রথম ওয়ানডে দিয়ে শুরু ময়দানী লড়াই। সেরা একাদশে সুযোগ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দলে রয়েছেন ভিক্টোরিয়ার ২৬ বছর বয়সী মিডিয়াম পেসার বোল্যান্ড। আর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ২৩ বছরের বাঁ-হাতি পেসার প্যারিস এই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। অভিজ্ঞ লেয়ন বাদ পড়ায় দলটির স্পিন আক্রমণে দেখা যাবে তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। ঘোষিত দল সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক বোর্ডের প্রধান রডনি মার্শ বলেন, ‘বোল্যান্ড বেশ কিছুদিন ধরেই নির্বাচক প্যানেলের আস্থা অর্জন করে আসছে। এ বছর নিজের প্রাদেশিক দল ভিক্টোরিয়ার হয়ে দারুণ বোলিং করেছে। শীর্ষ পর্যায়ে সুযোগ পাওয়াটা তার প্রাপ্য ছিল। অন্যদিকে বাঁ-হাতি পেসার হিসেবে জোয়েলও নিজেকে প্রমাণ করেছে; সে বলকে বেশ সুইং করাতে পারে। ছোট ফরমেটের ক্রিকেটে তার পরিসংখ্যান ভাল। তাই তাকেও একটা সুযোগ দেয়া উচিত।’ এদিকে ২০১৪ সালের শেষদিকে ক্যানবেরায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলার পর পুনরায় দলে ফিরেছেন পেসার কেন রিচার্ডসন। ২৪ বছর বয়সী ডানহাতি এ পর্যন্ত ৮ ওয়ানডে ও ২টি টি২০ খেলেছেন। ইনজুরির কারণে বাইরে থাকার পর প্রতিভাবান পেসার পুনরায় ফিরে আসায় নির্বাচকরাও খুশি। ১৮ ম্যাচে ৪১ উইকেট নিয়ে ২০১৫ সালের সর্বাধিক শিকারি স্টার্ক। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পুনরুদ্ধারের নায়কও তিনি। স্টার্কের সঙ্গে ইনজুরিতে আরও দুই প্রতিষ্ঠিত পেসার পিটার সিডল ও কোল্টার-নাইল। মূলত এ কারণেই নবাগত বোল্যান্ড-প্যারিসের জায়গা হয়েছে। লেয়ন বাদ পড়ায় অনেকে অবাক হলেও তাকে সান্ত¡না দিয়ে নির্বাচক ট্রেভর হনস বলেন, ‘লেয়ন অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের অন্যতম সফল অফস্পিনার। ওর প্রতি আমাদের সুদৃষ্টি রয়েছে। যেহেতু টি২০ বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, তাই সহসাই তার ফেরার সম্ভাবনা রয়েছে। ব্রিসবেন ও পার্থের উইকেটের কথা চিন্তা করেই এ সিরিজে পেসারদের গুরুত্ব দেয়া হয়েছে।’ শেন ওয়াটসন, উসমান খাজাও আছেন বাদ পড়াদের তালিকায়। অস্ট্রেলিয়া ওয়ানডে দল ॥ স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, এ্যারন ফিঞ্চ, শন মার্শ, জর্জ বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড (উই), জেমস ফকনার, কেন রিচার্ডসন, জস হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও জোয়েল প্যারিস।
×