ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ম্যাককুলামকেও পাশে পাচ্ছেন আমির

প্রকাশিত: ০৫:৩৫, ৫ জানুয়ারি ২০১৬

ম্যাককুলামকেও পাশে পাচ্ছেন আমির

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলে জায়গা হয়েছে আলোচিত পেসার মোহাম্মদ আমিরের। এবার তার হয়ে কথা বললেন ব্রেন্ডন ম্যাককুলাম। ফিক্সিংয়ের সময় আমিরের বয়স কম ছিল বলে তাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক। যদিও আইনী জটিলতায় তার নিউজিল্যান্ডে প্রবেশ নিয়ে শঙ্কা রয়েছে। ‘তখন সে খুবই ছোট ছিল। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রিকেটে ফিরেছে। যদি আমাদের বিপক্ষে সিরিজে খেলার সুযোগ পায় তবে মাঠে তাকে একজন ক্রিকেটার হিসেবেই বিবেচনা করব, না বোঝার বয়সে (১৭ বছর) যে ভুল সে করেছে, সেই আমিরকে আমরা মনে রাখব না।’ সংবাদ মাধ্যমকে বলেন ম্যাককুলাম। ১৫-৩১ জানুয়ারি নিউজিল্যান্ড সফরে তিনটি করে টি২০ ও ওয়ানডে খেলবে পাকিস্তান। আমিরকে স্বাগত জানাতে প্রস্তুত নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নির্বাহী প্রধান ডেভিড হোয়াইটও। তিনি বলেন, ‘আমির খুবই প্রতিভাবান তরুণ একজন ক্রিকেটার। যখন সে ভুল করে নিষিদ্ধ হয় তখন সে বালক ছিল। এরপর আইসিসি নির্ধারিত পুনর্বাসন প্রক্রিয়া ও অন্যান্য প্রোগ্রামের মধ্য দিয়ে এসেছে। নিজেকে শুধরে ক্রিকেটে ফিরেছে। তার নিউজিল্যান্ডে আগমনের বিষয়ে আমি খুবই ইতিবাচক।’ ২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে অভিনব স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন তৎকালীন অধিনায়ক সালমান বাট, অপর পেসার মোহাম্মদ আসিফ ও আমির। অভিযোগ প্রমাণিত হওয়ায় জেল জরিমানার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তারা। গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পান আমির। সুযোগটাকে দারুণভাবে কাজেও লাগান। বল হাতে দুরন্ত পারফর্মেন্স প্রদর্শন করেন। বাংলাদেশের বিপিএলেও যথারীতি ঔজ্জল্য ছড়িয়ে ফের পাকিস্তান দলে জায়গা করে নেন। আমির যখন জাতীয় দলের ক্যাম্পে ডাক পান তখন তার সঙ্গে অনুশীলনে অনীহা জানিয়ে ক্যাম্প ছেড়ে যান আজহার আলী ও মোহাম্মদ হাফিজ। এমন কি আমির থাকলে নেতৃত্ব ছেড়ে দেবেন, মর্মে পিসিবির কাছে চিঠি লেখেন ওয়ানডে অধিনায়ক আজহার! পিসিবি প্রধান শাহরিয়ার খানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারও আগে নেতিবাচক ধারণা পোষণ করে আফ্রিদি বলেছিলেন, আমিরের উপস্থিতি ড্রেসিং রুমের পরিবেশে বিরূপ প্রভাব ফেলতে পারে। সেই আফ্রিদিও আমিরকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তান টি২০ অধিনায়ক তার টুইটার একাউন্টে লেখেন, ‘আমির দলে ফেরায় আমি খুশি। আমি যখন প্রথম ইংল্যান্ডে তাকে জিজ্ঞেস করেছিলাম, সে সত্য বলেছিল। সে তার ভুল বুঝতে পেরেছে। তাই দলে নেয়া হয়েছে। যেহেতু পাকিস্তানের আদালত, জনগণ সবার সামনেই নিজের দোষ স্বীকার করেছে, তাই সে সুযোগ পেতেই পারে।’ আমির নিজেও অতীত বদলে ফের ভক্তদের মন জয় করতে চান। ২৩ বছর বয়সী পেসার বলেন, ‘আমি নিশ্চিত ভক্তরা আমাকে আবার আগের মতো ভালবাসবে। এজন্য আমাকে মাঠেই প্রতিদান দিতে হবে। যে কারণে দলে নেয়া হয়েছে সেটি পূরণ করতে চাই। চাই উইকেট তুলে নিয়ে পাকিস্তানের জয়ে ভূমিকা রাখতে। আমার বিশ্বাস উইকেট এবং ভালবাসা দুই-ই আসবে। আমি আমার জীবনটাকে নতুন করে সাজাতে চাই।’ দলে জায়াগা ফিরে পেয়ে তিনি বোর্ড (পিসিবি) কর্তাদের, নির্বাচক, সতীর্থ ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
×