ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

প্রকাশিত: ০৫:৩৩, ৫ জানুয়ারি ২০১৬

মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

স্টাফ রিপোর্টার ॥ দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য স্বঘোষিত ধনকুবের ও রহস্যময় চরিত্রের অধিকারী ব্যবসায়ী মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে আগামী ১৩ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে মুসার অবৈধ সম্পদ অর্জন অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের পরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী দুটি চিঠি পাঠান। একটি চিঠি তার ঢাকার বনানীতে (ব্লক নং-১, রোড নং-১ বাসা নং- ৫৭) অবস্থিত ডেটকো অফিসে পাঠানো হয়েছে। অপরটি তার গুলশান-২ এ অবস্থিত (রোড নং-৮৪, বাড়ি নং-১৫) ‘দি প্যালেস ঢাকা’র বাড়িতে পাঠানো হয়েছে। দুদক সূত্র জানায়, গত বছরের ৭ জুন ডেটকো গ্রুপের মালিক ও আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই-বাছাই ও অনুসন্ধানের জন্যই মূলত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। একই সঙ্গে তার দাখিলকৃত সম্পদ বিবরণীর সম্পদের উৎস সমর্থনে রেকর্ডপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। কমিশনের আইনের ১৯ ও ২০ ধারায় ও কমিশন বিধিমালার ২০ বিধির ফৌজদারি বিধির ১৬০ ধারা মোতাবেক এ নোটিস প্রেরণ করা হয়েছে। দুদক সূত্র আরও জানায়, এর আগে মুসা বিন শমসেরের সম্পদ বিবরণী চেয়ে গত বছরের ১৯ মে নোটিস পাঠায় দুদক। নোটিসে তার ও তার ওপর নির্ভরশীলদের স্থাবর-অস্থাবরসহ যাবতীয় সম্পদের হিসাব চাওয়া হয়। সেই সঙ্গে সম্পদ বিবরণী আগামী সাত কার্যদিবসের মধ্যে দুদক সচিব বরাবর পাঠাতে বলা হয়। কিন্তু তিনি সম্পদের হিসাব সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে পারবেন না বলে দুদকের কাছে দ্বিতীয় দফায় আরও সাত কার্যদিবসের সময় আবেদন করেন। পরে গত ৭ জুন মুসা বিন শমসের তার আইনজীবীর মাধ্যমে দুদক সচিব বরাবর এ সম্পদের হিসাব জমা দেন। প্লাস্টিকের পুনর্ব্যবহার বিভিন্ন স্থানে কুড়িয়ে পাওয়া প্লাস্টিকের জিনিসপত্র মেশিনে গুঁড়া করার পর সেটিকে গুটি করে রোদে শুকিয়ে পুনরায় প্লাস্টিকের নতুন জিনিসপত্র তৈরির প্রস্তুতি নিচ্ছেন এক শ্রমিক। প্লাস্টিকের শুকনো গুটিগুলোকে গাম বানিয়ে তৈরি করা হবে প্লাস্টিকের নতুন তৈজস। রাজধানীর বেড়িবাঁধ এলাকা থেকে সোমবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। এআইইউবি’র স্থাপত্য সপ্তাহ উদ্বোধন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) স্থাপত্য বিভাগের দশম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উক্ত বিভাগের আয়োজনে সোমবার শুরু হয়েছে ৪ দিনব্যাপী ‘এআইইউবি স্থাপত্য সপ্তাহ ২০১৬’। এ অনুষ্ঠান চলবে ৭ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। সোমবার সকাল সাড়ে ১০টায় এআইইউবি অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্ধোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূইয়া। -বিজ্ঞপ্তি
×