ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩৬তম বিসিএস প্রিলির আসন বিন্যাস

প্রকাশিত: ০৫:৩২, ৫ জানুয়ারি ২০১৬

৩৬তম বিসিএস প্রিলির আসন বিন্যাস

স্টাফ রিপোর্টার ॥ ৩৬তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। আগামী শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে (নঢ়ংপ.মড়া.নফ) আসন বিন্যাস ও নির্দেশনাবলী প্রকাশ করা হয়। এবসব ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে পরীক্ষার হলে ঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করেছে কমিশন। পরীক্ষার হলে প্রয়াজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হবে বলে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে দুই লাখ ১১ হাজার ৩২৬ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ঢাকায় ১০৭ ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ৩১ মে ৫৪২টি সাধারণ ক্যাডারসহ দুই হাজার ১৮০ পদে নিয়োগের লক্ষ্যে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ১৪ জুন সকাল ১০টা থেকে ২৩ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে অনলাইনে আবেদন কার্যক্রম। ৩৬তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট পদ রয়েছে ৫৪২টি। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০, পুলিশ ক্যাডারে ১২০, কর ক্যাডারে ৪৩, তথ্য ক্যাডারে ৩৭, সমবায় ক্যাডারে ২২, পররাষ্ট্র ক্যাডারে ২০, আনসার ক্যাডারে ১৯, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ১৫, খাদ্য ক্যাডারে সাতটি, ইকোনমিক ক্যাডারে চারটি, ডাকে দুটি এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে একটি পদ রয়েছে। কৃষি ক্যাডারে ৩৯৭ ও স্বাস্থ্য ক্যাডারে ১৮৭টিসহ প্রফেশনাল বা কারিগরি ক্যাডারে মোট পদ রয়েছে ৭৪০টি।
×