ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ছারপোকার ওষুধে শিশুর মৃত্যু, সড়ক দুর্ঘটনায় হত ৩

প্রকাশিত: ০৫:৩১, ৫ জানুয়ারি ২০১৬

রাজধানীতে ছারপোকার ওষুধে শিশুর মৃত্যু, সড়ক দুর্ঘটনায় হত ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর লালবাগ থানার অদূরে শহীদনগর এলাকায় ছারপোকার ওষুধে বিষক্রিয়ায় ইকরা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিকে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর ১০ নম্বর গলির ১ নম্বর বাড়িতে ইকরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা নাজমা বেগম অসুস্থ হয়েছেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ওই বাড়ি থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশু ইকরাকে মৃত ঘোষণা করেন। অসুস্থ নাজমা বেগমের সহযোগী রুবিনা আক্তার জানান, নাজমা লালবাগের একটি ক্লিনিকের কর্মচারী। কিছুদিন আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। এজন্য শহীদনগর ১০ নম্বর গলির ওই বাড়িতে একমাত্র শিশুসন্তান ইকরাকে নিয়ে তিনি ওখানে থাকতেন। ছারপোকার অত্যাচার থেকে রক্ষা পেতে রবিবার ঘুমানোর আগে বিছানায় ওষুধ ছিটিয়ে ঘুমিয়ে থাকেন মা ও শিশু ইকরা। সকালে তারা দু’জনই অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশী বিষয়টি টের পেয়ে ঘরের দরজা খুলে নাজমা ও তার শিশুসন্তান ইকরাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। সেখানে শিশু ইকরার মৃত্যু হয়। বর্তমানে নাজমা বেগম হাসপাতালে চিকিৎসাধীন। লালবাগ থানার পরিদর্শক পরিতোষ চন্দ্র জানান, ওই ঘরের বিছানায় কাগজে মোড়ানো কীটনাশক পাওয়া গেছে। তিনি জানান, ওই ঘরে জানালা বা ভেন্টিলেশনের কোন ব্যবস্থা নেই। রাতে দরজাও বন্ধ ছিল। শিশুটির মা এখনও অচেতন। তার চিকিৎসা চলছে। সুস্থ হলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কীটনাশকের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে পরিদর্শক পরিতোষ জানান। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিকেল ৫টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সুরতহাল রিপোর্ট ও কোন কাগজপত্র মর্গে পাঠাননি। এজন্য তার ময়নাতদন্ত করা সম্ভব হয়নি বলে ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগ সূত্র জানায়। সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ॥ রাজধানীর মতিঝিল, শাহবাগ ও গাবতলীতে যানবাহনের চাপায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সোমবার দুপুর ১টার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোর্শেদা কবির (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর নাম হুমায়ুন কবির। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি রাজধানীর দক্ষিণ কমলাপুর এলাকার ৬/২ নম্বর বাড়িতে ভাড়ায় থাকতেন। নিহতের স্বামী হুমায়ুন কবির জানান, ঢাকার সেগুনবাগিচায় ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফেরার পথে বাস ধাক্কায় তার মৃত্যু হয়। মতিঝিল থানার উপ-পরিদর্শক লিটন ঘোষ জানান, ওই বাসচাপায় ঘটনাস্থলেই মোর্শেদা কবিরের মৃত্যু হয়েছে। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মোর্শেদার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এদিকে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গুলিস্তানে জিরো পয়েন্ট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক মাসুম ফরায়েজী জানান, রাস্তা পার হওয়ার সময় বিএন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। এদিকে রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম ইমদাদুল ইসলাম ওরফে বাচ্চু (৪৮)। সোমবার বিকেল ৩টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর থানার খোলা গ্রামে। নিহতের বন্ধু মাসুদ চৌধুরী জানান, কয়েকদিন আগে বাচ্চু উত্তরায় তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। সোমবার বেলা তিনটার দিকে গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা পারাপারের সময় ৭ নম্বর রোডের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×