ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিমাগার প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন

বিশেষ সুবিধার আবেদনের সময়সীমা বাড়ল

প্রকাশিত: ০৫:৩০, ৫ জানুয়ারি ২০১৬

বিশেষ সুবিধার আবেদনের সময়সীমা বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উত্তরাঞ্চলের হিমাগার নির্মাণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী তথা কৃষকদের খেলাপীঋণ পরিশোধে বিশেষ সুবিধা পাওয়ার সময় আরও ৩ মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। এ বছরের ২৯ জানুয়ারি দেশের উত্তরাঞ্চলের হিমাগার নির্মাণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের খেলাপীঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিতে আর্থিক ক্ষয়ক্ষতির প্রমাণ ও প্রাসঙ্গিক কাগজসহ সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে ২ মাসের সময় দিয়ে সার্কুলার জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। কৃষকদের বৃহত্তর স্বার্থে স্থাপিত হিমাগার প্রকল্পগুলোর আর্থিক সঙ্কট বিবেচনায় ঋণগ্রহীতাকে এ সুযোগ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ সময় অনেক আগে অতিক্রান্ত হলেও এ ধরনের আবেদন পাওয়া অব্যাহত থাকায় নতুন করে আবারও সময় বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত হিমাগার প্রকল্পের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এ সুবিধা পেতে ব্যাংকে আবেদন করতে পারবেন। এ সময়ের পর এ ধরনের আবেদন আর বিবেচনা করা হবে না বলে নতুন সার্কুলারে বলা হয়েছে। এর আগে জারিকৃত সার্কুলারে বলা হয়েছিল, খেলাপী ঋণগ্রহীতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ পুনঃতফসিল সুবিধা নেয়া যাবে। একই সঙ্গে গ্রাহকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে ঋণ পরিশোধে সময় বাড়ানো এবং সুদের হার কমাতে পারবে। এ ঋণে ১০ শতাংশ অথবা কস্ট অব ফান্ড হার এ দুয়ের মধ্যে যেটি কম সে হারে সুদ আদায় করতে পারবে ব্যাংকগুলো। তাছাড়া এ ঋণের প্রযোজ্য ক্ষেত্রে অনারোপিত সুদ, স্থগিত সুদ খাতে রক্ষিত সুদ ও দন্ড সুদ মওকুফ (সম্পূর্ণ বা আংশিক) করতে পারবে এসব ব্যাংক।
×