ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেধাবী ছাত্র পীযূষকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

প্রকাশিত: ০৫:২৩, ৫ জানুয়ারি ২০১৬

মেধাবী ছাত্র পীযূষকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ মেধাবী ছাত্র পীযূষ ম-লের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। সে মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত অথচ স্বপ্ন দেখেছিলেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভ্যানচালক বাবার দরিদ্রতা দূর করতে। সেলক্ষ্যে পড়াশোনা করে সে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। ছয় সদস্যর পরিবারে একমাত্র পুত্রসন্তান পীযূষকে বাঁচাতে তার ভ্যানচালক বাবা ধারদেনা করে ও শেষসম্বল বাড়ির ভিটেমাটি টুকুও বিক্রি করে সন্তানের চিকিৎসা করিয়ে এখন নিঃস্ব। বর্তমানে পীযূষ ম-ল ভারতের ভেলোরের খ্রীস্টান মেমোরিয়াল হাসপাতালের পাঁচ সদস্যর চিকিৎসক দলের প্রধান ডাঃ জন মেথিউসের তত্ত্বাবধানে রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরী ভিত্তিতে পীযূষের অপারেশন করাতে না পারলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। এজন্য প্রয়োজন কমপক্ষে চার লাখ টাকা। কিন্তু অসহায় পীযূষের ভ্যানচালক বাবার পক্ষে এ টাকা যোগাড় করা সম্ভব হচ্ছেনা। তাই তিনি তার একমাত্র মেধাবী পুত্রকে বাঁচাতে সমাজের দানশীল বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কোন সহৃদয় ব্যক্তি মেধাবী ছাত্র পীযূষ ম-লকে সাহায্য পাঠাতে চাইলে যোগাযোগ করুন রতিকান্ত ম-ল, সঞ্চয়ী হিসাব নং-১০০০২০৩০২, সোনালী ব্যাংক, আগৈলঝাড়া শাখা, বরিশাল অথবা মোবাইল যোগাযোগ ০১৮১৫-৪৬৯০৯০। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×