ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খবর জানাবে গ্লাভস

প্রকাশিত: ০৫:২২, ৫ জানুয়ারি ২০১৬

খবর জানাবে গ্লাভস

এবার হাতের গ্লাভস বলে দেবে বন্যার সম্ভাবনা রয়েছে কিনা। শুধু কি তাই? পানির নিচে হাত দিলেই বলে দেয়া যাবে, নিচে কি রয়েছে। জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি শিক্ষার্থী এমনই একটি থ্রিডি প্রিন্টেড গ্লাভস আবিষ্কার করেছেন। আইসেন কারোলিনা এবং টাকেশি অজু ডিভাইসটির নাম দিয়েছে ‘ইরোকাট্যাক্ট’। এটি দেখতে প্লাস্টিকের আঙ্গুলের খোলসের মতো; যদিও ডিভাইসটি দিয়ে অনেক কিছুই করা যায় বলে জানিয়েছেন এর গবেষকরা। ইরোকাট্যাক্টটি এমবি ৭০৬৬ সোনার সেন্সর এবং আরডিনো প্রো মিনি দিয়ে বানানো হয়েছে। গ্লাভসটির সেন্সর দু’ফুট পানির নিচে থাকা বস্তুকে শনাক্ত করতে পারে। ডিভাইসটি খুব বেশি কার্যকর না হলেও পানির নিচের বাধাগুলো ভালমতো শনাক্ত করতে পারে। এছাড়া এটি জরুরী অবস্থায় কাজ করতে সক্ষম বলে জানিয়েছেন তারা। সূত্র- ওয়েবসাইট
×