ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০ জানুয়ারি সংসদ অধিবেশন

প্রকাশিত: ০৫:২০, ৫ জানুয়ারি ২০১৬

২০ জানুয়ারি সংসদ অধিবেশন

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে আগামী ২০ জানুয়ারি। এটা চলতি বছরের প্রথম অধিবেশন। সোমবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টায় অধিবেশন শুরু হবে। শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং পুরো অধিবেশনে সেই ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এই অধিবেশনের মধ্য দিয়ে দশম সংসদ দুই বছর মেয়াদ পূর্ণ করতে যাচ্ছে। উল্লেখ্য, গত ২৩ নবেম্বর সংসদের অষ্টম অধিবেশন শেষ হয়।
×