ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নতুন এ্যালবাম নিয়ে গর্বিত এ্যাডেল

প্রকাশিত: ০৩:৪৪, ৫ জানুয়ারি ২০১৬

নতুন এ্যালবাম নিয়ে গর্বিত এ্যাডেল

সংস্কৃতি ডেস্ক ॥ ব্রিটিশ সঙ্গীতশিল্পী এ্যাডেলের সর্বশেষ এ্যালবাম ‘২৫’ বাজারে আসে ২০১৫ সালের ২০ নবেম্বর। এই এ্যালবামটি যুক্তরাজ্যের বাজারে শেষ পর্যন্ত ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক গণমাধ্যম। তবে সারা বিশ্বের ভক্তরা এ্যাডেলকে দেখে নতুনরূপে ‘২৫’ এ্যালবামের ‘হ্যালো’ শিরোনামের গানটির ভিডিওচিত্রের কারণে। এতে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে স্পটিফাই আর এ্যাপল মিউজিকের মতো সেবা ব্যবহার করে ভক্তদের নিজের নতুন এ্যালবামের গান শুনতে অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ সঙ্গীতশিল্পী এ্যাডেল। কারণ স্ট্রিমিং করে গান শোনা পছন্দ নয় ব্রিটিশ এই সঙ্গীতশিল্পীর। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি স্ট্রিমিং করি না, আমি গান ডাউনলোড করি আর এ্যালবামের কপি কিনি। স্ট্রিমিং খানিকটা ফেলনা। আমি বিশ্বাস করি সঙ্গীত একটি ঘটনা হওয়া উচিত। আমি জানি স্ট্রিমিং মিউজিকই ভবিষ্যৎ, কিন্তু এটিই গান কেনার জন্য একমাত্র উপায় নয়। নিজের নতুন নেয়া সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, আমি আমার সিদ্ধান্ত নিয়ে গর্বিত, এমনকি এ্যালবামটি ফ্লপ করলেও আমি গর্বিত হতাম। ২৭ বছর বয়সী ওই সঙ্গীতশিল্পীর আগের দুটি এ্যালবাম ‘১৯’ আর ‘২১’ বর্তমানে স্ট্রিমিং করে শোনা যাচ্ছে। ২০১৫ সালের ডিসেম্বরে স্পটিফাই-এর পক্ষ থেকে বলা হয়, আমরা এ্যাডেলকে সম্মান করি ও ভালবাসি। সেই সঙ্গে তারা বলেন, আমরা আশা করি তিনি স্পটিফাই- এ ‘১৯’ আর ‘২১’ এর সঙ্গে ‘২৫’ এ্যালবামটিও তার ভক্তদের শোনার সুযোগ দেবেন। ‘ব্রিটিশ ফনোগ্রাফিক ইন্ডাস্ট্রি (বিপিআই)’-এর দেয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের প্রথম ছয় মাসে ১ কোটি ১৫ লাখ গান স্ট্রিমিং করে শোনা হয়েছে। ২০১৪ সালে পুরো বছরে এই সংখ্যা ছিল ১ কোটি ৪৮ লাখ। ‘স্পেক্ট্রা’ চলচ্চিত্রের একটি গানের জন্য ২০১৪ সালে অস্কার জেতেন এ্যাডেল।
×