ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা জিয়াউল করিম

প্রকাশিত: ০৩:৪৩, ৫ জানুয়ারি ২০১৬

ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা জিয়াউল করিম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে মোঃ জিয়াউল করিম যোগদান করেছেন। ডিএসইতে যোগদানের পূর্বে তিনি ফাইবার@হোম লিমিটেডের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি রবিবার নতুন কর্মস্থলে যোগদান করেন। সোমবার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ণাঢ্য শিক্ষা জীবনের অধিকারী জিয়াউল করিমের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এবং টেলিকমিউনিকেশন বিষয়ে বিশেষ জ্ঞান ও কাজের অভিজ্ঞতা রয়েছে। জিয়াউল করিম ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সিগন্যাল কোরে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি প্রায় ২৪ বছর দক্ষতা ও সাফল্যের সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। -অর্থনৈতিক রিপোর্টার কেয়া কসমেটিকসের এজিএম ১৮ ফেব্রুয়ারি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে আরও জানা গেছে, ওইদিন বেলা ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। এজিএম অনুষ্ঠিত হবে গাজীপুরের কোনাবাড়ীর জারুনে অবস্থিত কোম্পানিটির ফ্যাক্টরি প্রাঙ্গণে। প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কেয়া কসমেটিকস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। কোম্পানিটির শেয়ারপ্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। শেয়ারপ্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×