ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে জঙ্গী হামলায় কর্নেলসহ নিহত ১১

প্রকাশিত: ০৮:৫৫, ৪ জানুয়ারি ২০১৬

ভারতে জঙ্গী হামলায় কর্নেলসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পাঞ্চাবের বিমান ঘাঁটিতে জঙ্গী হামলার ঘটনায় সেনাবাহিনীর সঙ্গে গতকাল দ্বিতীয় রাতের মতো সংঘর্ষ চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৭ ভারতীয় সৈন্য ও চার জঙ্গী নিহত হয়েছে। নিহত ভারতীয়দের মধ্যে একজন লে. কর্নেল পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে নিরঞ্চন কুমার নামে ভারতের জাতীয় নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা নিহত হন। খবর বিবিসি ও এনডিটিভি অনলাইনের। ভারতের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন দুইজন বন্দুকধারী বিমান ঘাঁটির মধ্যে লুকিয়ে রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন পররাষ্ট্র দফতর এই ভারতের বিমান ঘাঁটিতে জঙ্গী হামলার নিন্দা জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মোদি। তবে লড়াই শেষ হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। সেখানে একটি তল্লাশী অভিযানও চলছে। ভারতীয় বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, শনিবার জঙ্গী হামলার পর থেকে নিরাপত্তা বাহিনী এবং আক্রমণকারীদের মধ্যে লড়াইয়ে নিহতের সংখ্যা এখন ১১-তে উঠেছে। তিনি জানান, আহত কয়েকজন সেনা সদস্য মধ্যে একজন অফিসারের মৃত্যুর হয়েছে। এখন পর্যন্ত কোন গোষ্ঠীই এ আক্রমণের দায়িত্ব¡ স্বীকার করেনি। তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন এ হামলার ধরনের সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গীগোষ্ঠীগুলোর আগেকার হামলাগুলোর মিল আছে।
×