ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিপিডিসি পুরস্কৃত করল সেরা ১০৮ ভোক্তা ও ২৬ কর্মীকে

প্রকাশিত: ০৮:৪৩, ৪ জানুয়ারি ২০১৬

ডিপিডিসি পুরস্কৃত করল সেরা ১০৮ ভোক্তা ও ২৬ কর্মীকে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১০৮ ভোক্তাকে সেরা বিদ্যুত গ্রাহক এবং ২৬ জনকে সেরা বিদ্যুত কর্মীর পুরস্কার দিয়েছে। রবিবার বিকেলে ডিপিডিসি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয়। বিদ্যুত বিভাগ আয়োজিত বিদ্যুত সপ্তাহ ২০১৫ এর ধারাবাহিকতায় পুরস্কার প্রদান করা হলো। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ নজরুল ইসলাম বলেন, ডিপিডিসি গ্রাহক সেবার মান উন্নয়নে বদ্ধপরিকর। আগামীতে গ্রাহকের সঙ্গে ডিপিডিসির যোগাযোগ আরও নিবিড় করা হবে। তিনি ডিপিডিসি গ্রাহক সেবার মান উন্নয়নে কি কি পদক্ষেপ নিচ্ছেন তা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সরাসরি গ্রাহকের বক্তব্য শোনার ব্যবস্থা করেছি। ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও জোরদার করা হবে। সেরা বাণিজ্যিক বিদ্যুত গ্রাহক নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালক মোঃ মাহফুজুর রহমান খান, সেরা শিল্প গ্রাহক এম আই সিমেন্ট কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সেরা আবাসিক গ্রাহক হিসেবে ইন্দিরা রোডের ফরহাদ আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় তারা ডিপিডিসির গ্রাহক সেবার মান উন্নয়নের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ নজরুল হাসান পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং সনদ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক (অপারেশন) মোঃ রমিজউদ্দিন সরকার। নির্বাহী পরিচালক (অর্থ) মোঃ গোলাম মোস্তফা, ডিপিডিসির প্রধান প্রকৌশলীগণসহ উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
×