ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেন মে মাসেই উদ্বোধন ॥ ও. কাদের

প্রকাশিত: ০৮:৪২, ৪ জানুয়ারি ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  ফোরলেন মে মাসেই উদ্বোধন ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩ জানুয়ারি ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী মে মাসেই ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেনাবাহিনীর। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি সেনানিবাসস্থ মোস্তফা কামাল গেটসংলগ্ন এলাকায় আন্ডারপাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জাতিসংঘের রিপোর্টে ভারত ও পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর মধ্যে সব সূচকেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। উন্নয়ন ও অর্জনের সঙ্গে নোংরা পরিবেশ মানায় না। মহাসড়কের বিভিন্ন স্থানে রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিলবোর্ড পরিবেশ নোংরা করছে। এসব বিলবোর্ড অপসারণে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। নিজ দায়িত্বে ব্যক্তি-প্রতিষ্ঠানকে এসব বিলবোর্ড সরিয়ে নেয়ার জন্য তিনি আহবান জানান। বিএনপির মরা গাঙ্গে জোয়ার আসবে না ॥ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন মরা গাঙ্গে, তাই জোয়ার আসবে না। রবিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, বিএনপির আন্দোলন শুধু আষাঢ়ের তর্জন-গর্জন। ৫ জানুয়ারি উপলক্ষে তারা আবার রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে। আন্দোলনে ব্যর্থ হওয়ার পরে দলীয় প্রতীকে তারা আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে। দেশে তারা জ¦ালাও-পোড়াও আন্দোলন করার কারণে নির্বাচনে তাদের প্রার্থীদের ভড়াডুবি হয়েছে। তাদের নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগ ইতিবাচক হিসেবে দেখছে। ৫ জানুয়ারি উপলক্ষে ডিএমপি আওয়ামী লীগকে সোহ্রাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ায় আমরা বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে সমাবেশ করব। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সময় মন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×