ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী কালা জনি নিহত

প্রকাশিত: ০৮:৪২, ৪ জানুয়ারি ২০১৬

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী কালা জনি নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতের নাম আল আমিন ওরফে কালা জনি ওরফে জনি সর্দার (৩২)। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি, ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আনু মং জানান, শনিবার রাত আড়াইটার দিকে র‌্যাবের টহলরত সদস্যরা রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় কয়েক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে করে। পরে র‌্যাব সদস্যরা তাদের থামতে বললে যুবকরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে কিছুক্ষণ গুলিবিনিময় চলে। এ সময় এক যুবক গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ওই যুবকের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাকে ও ডিএডি তারেকসহ ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রবিবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আল আমিনের বুকে পাঁচ থেকে ছয়টি গুলির চিহ্ন ছিল।
×