ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোবাইল বিল রিচার্জ এ মাসের মধ্যে ৭ দফা না মানলে সেবা বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

প্রকাশিত: ০৮:২৯, ৪ জানুয়ারি ২০১৬

মোবাইল বিল রিচার্জ এ মাসের মধ্যে ৭ দফা না মানলে সেবা বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল ফোনের বিল রিচার্জ ও মোবাইল ব্যাংকিং এজেন্টদের কমিশন বাড়ানোসহ সাত দফা দাবি পূরণের জন্য এক মাস সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ এ্যান্ড ব্যাংকিং ব্যবসায়ী এ্যাসোসিয়েশন। এ মাসের মধ্যে ৭ দফা দাবি পূরণ না হলে এক যোগে পাঁচ লাখ ৩৬ হাজার ব্যবসায়ী তাদের সেবা বন্ধ করে দেবেন। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। কমিশন নীতিমালা না থাকায় সরকার প্রতিবছর প্রায় এক হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই সেবার ওপর সরকারের কার্যকর কোন নিয়ন্ত্রণও নেই। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোঃ সফিকুর রহমান বলেন, বছরের পর বছর একই কমিশন দিয়ে অপারেটররা তাদের সেবা গ্রহণ করছেন অথচ কমিশন বাড়ানোর বিষয়ে তাদের কোন উদ্যোগ নেই। জানুয়ারি মাসের মধ্যে কমিশন বাড়ানো না হলে এই সেবা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন তিনি। বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪শ’ কোটি টাকার লেনদেন হচ্ছে। আর মোবাইল ফোন বিল রিচার্জের জন্য প্রতিদিন প্রায় ২শ’ কোটি টাকার লেনদেন হচ্ছে।
×