ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিএস পরীক্ষায় এবার ঘড়ি ব্যবহারেও নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৮:০০, ৪ জানুয়ারি ২০১৬

বিসিএস পরীক্ষায় এবার ঘড়ি ব্যবহারেও নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল ফোন ও ক্যালকুলেটরের পর বিসিএস পরীক্ষায় এবার ঘড়ি ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। রবিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আসন্ন বিসিএসের পরীক্ষার হলে প্রার্থীদের সময় জানাতে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি রাখা হবে। পিএসসির কর্মকর্তা আলমগীর হোসেন সাংবাদিকদের বলেছেন, ঢাকার ১০৭টিসহ দেশের ১৬২টি কেন্দ্রে আগামী ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। সারাদেশের দুই লাখ ১১ হাজার ৩২৬ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। ঘড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় সব পরীক্ষার হলেই পিএসসি প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করবে।
×