ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় হাইকমিশনার বাংলাদেশ থেকে ডাক্তার নেবে মালদ্বীপ

প্রকাশিত: ০৭:৫৯, ৪ জানুয়ারি ২০১৬

ঢাকায় হাইকমিশনার  বাংলাদেশ থেকে  ডাক্তার নেবে মালদ্বীপ

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে চিকিৎসক নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। এ ছাড়া উচ্চশিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করছে দেশটি। রবিবার মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার ড. মোহাম্মাদ আশীমের মধ্যে এক বৈঠক হয়। বৈঠকে এসব বিষয়ে আগ্রহ প্রকাশ করে মালদ্বীপ। পাঁচ মাস আগে ঢাকায় মালদ্বীপের হাইকমিশন বন্ধ করার পর ফের চালু করেছে দেশটি। নতুন করে মালদ্বীপের হাইকমিশন চালু করায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় আবুল হাসান মাহমুদ আলী বলেন, মালদ্বীপ সরকারের এ উদ্যোগ দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ক আরও সম্প্রসারিত করবে।
×