ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডাক্তার ইঞ্জিনিয়ারসহ দক্ষ পুরুষ কর্মী নিতে রিয়াদের আগ্রহ

প্রকাশিত: ০৭:৫৮, ৪ জানুয়ারি ২০১৬

ডাক্তার ইঞ্জিনিয়ারসহ দক্ষ  পুরুষ কর্মী নিতে রিয়াদের আগ্রহ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ দক্ষ পুরুষ কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। রবিবার সৌদি আরবের রিয়াদে দ্বিপাক্ষিক বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে সৌদি আরবের শ্রমমন্ত্রী ডাক্তার মোফারিজ বিন সাদ আল হকবানির এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সৌদি শ্রমমন্ত্রী পেশাদার নিয়োগের বিষয়ে গুরুত্ব দেন। পাঁচ দিনের এক সরকারী সফরে আরও কর্মী প্রেরণ ও শ্রম বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তার সঙ্গে মন্ত্রণালয়ের পাঁচ সদস্য দলের প্রতিনিধি দল রয়েছে। আজ সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রী দেশে ফিরবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গত ২৯ ডিসেম্বর পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে সৌদি সফরে যান। তিনি সেখানে একাধিক বৈঠক করেছেন। দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজারটি খোলার জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ দক্ষ জনবল নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এর বাইরে বাংলাদেশ থেকে যেন সাধারণ কর্মীও নেয়া হয় সে বিষয়েও আলোচনা হয়েছে।
×