ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সম্ভাবনাময় অভিনেতা আরিফ আহমেদ সুমন

প্রকাশিত: ০৬:১৪, ৪ জানুয়ারি ২০১৬

সম্ভাবনাময় অভিনেতা আরিফ আহমেদ সুমন

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট চ্যানেল বেড়ে যাওয়ায় অনুষ্ঠানের চাহিদা বেড়েছে। তবে মানের কোন উন্নতি হয়নি। প্রয়োজনীয়তার খাতিরেই বেড়েছে পুরাতন শিল্পীদের কদর। কাজের চাহিদা বাড়ায় নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে। আসছে একঝাঁক নতুন শিল্পী, অভিনেতা-অভিনেত্রী। নতুনদের মধ্যে সবাই যে ভাল করছেন তা নয়। কেউ কেউ করছেন। নতুন ও সম্ভাবনাময় অভিনেতাদের মধ্যে একজন আরিফ আহমেদ সুমন। খ- নাটক, ধারাবাহিক নাটক এবং একাধিক চলচ্চিত্রে অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন নাটকে তার অভিনয় ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন নতুন খ- নাটক, ধারাবাহিক নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি কাজ করছেন মিজানুর রহমান লাবু পরিচালিত ‘নূর মিয়া ও তার বিউটি ড্রাইভার’, শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রেম’ চলচ্চিত্রে অভিনয় করছেন। এছাড়া জয় সরকার পরিচালিত ধারাবাহিক ‘নগর জীবন’ নাটকটি মাই টিভিতে প্রচার হচ্ছে। কায়সার আহমেদ পরিচালিত ‘ইয়েস ম্যাডাম নো স্যার’, রিজওয়ান খান পরিচালিত ‘সহযাত্রী’ নামের ধারাবাহিক নাটকে কাজ করছেন। এছাড়া সুমন অভিনীত খ- নাটকগুলোর মধ্যে রয়েছে সুমন রেজা পরিচালিত ‘চোরের সংসার’, ‘ক্লাব বি পজিটিভ’, ‘কুটুমবাড়ি’, ‘নয়া কুটুম’ ‘দেববু’, আলী সুজন পরিচালিত ‘মন দরিয়ার মাঝি’, মাহফুজ আহমেদ পরিচালিত ‘বাতাসের মানুষ’, নাসির আল মনির পরিচালিত ‘উট বিভ্রাট’, সরদার রোকনের ‘দশ ফিট বাই দশ ফিট’ প্রভৃতি। নতুন বছরে আরও কিছু কাজ করার কথা চলছে। সব মিলে অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সিলেটের সন্তান আরিফ আহমেদ সুমন। ভবিষ্যতে আরও ভাল ভাল নাটক ও চলচ্চিত্রে কাজ করতে চান। এ জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা চান। বিশেষ করে পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের কাছে সহযোগিতা চান। দর্শকদের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চান বহুদূর। সুমনের জন্য অনেক শুভকামনা।
×