ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেজাউল করিম খোকন

জমেছে বাণিজ্যমেলায় কেনাকাটা ॥ তবে সাবধান

প্রকাশিত: ০৫:৫৭, ৪ জানুয়ারি ২০১৬

জমেছে বাণিজ্যমেলায় কেনাকাটা ॥ তবে সাবধান

অন্যবারের মতো বছরের প্রথম দিনেই শুরু হয়ে গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। জানুয়ারি মাসজুড়ে মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হচ্ছে। মূলত দেশী পণ্যকে বিশ্বের কাছে তুলে ধরা এবং জনপ্রিয় করার প্রয়াসেই ঢাকার শেরেবাংলা নগরে সুবিশাল পরিসরে এর আয়োজন। মেলায় যাবার আগে প্রস্তুতি নেয়া এবং কেনাকাটার জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা উচিত। হুট করে কোনরকম প্রস্তুতি না নিয়ে মেলায় যাওয়া যাবে না, সেটাও বলছি না। তবে ঠিকঠাক মতো প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্যসামগ্রী কেনাকাটা করতে হলে আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। মেলা থেকে প্রাত্যহিক জীবনের প্রয়োজনে কোন কোন জিনিস কেনা যায় তার একটা তালিকা তৈরি করতে হবে আগে। দেশী-বিদেশী বিভিন্ন স্টল প্যাভিলিয়নে প্রয়োজনীয় জিনিসগুলো যাতে সুশৃঙ্খলভাবে একের পর এক কিনতে পারেন সে জন্য ক্যাটাগরি করে তালিকা প্রস্তুত করতে হবে। যেমন ক্রোকারিজ সামগ্রীর জন্য আলাদা তালিকা, তেমনিভাবে ফার্নিচার, কসমেটিকস, খাদ্যসামগ্রী, জুুয়েলারি, কাপড়-চোপড় ও অন্যান্য গৃহস্থালিসামগ্রীর জন্য আলাদা ক্যাটাগরিতে তালিকা করলে মেলায় গিয়ে সে অনুযায়ী স্টল প্যাভিলিয়নগুলোতে সিরিয়াল অনুযায়ী কেনাকাটার জন্য ঢুঁ মারতে শুরু করুন। এলোপাতাড়ি মেলায় ঘুরলে কেনাকাটার আগেই ক্লান্ত হয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি। তখন আর পছন্দ ও রুচিমাফিক কোন জিনিসই কিনতে পারবেন না আপনি। যাচ্ছেতাই কিছু একটা কিনে বাসায় ফিরতে হতে পারে। মেলায় যাওয়ার আগেই কেনাকাটার জন্য বাজেট নির্ধারণ করুন। বেহিসাবি হয়ে কেনাকাটা করে আপনি অযথা অর্থের অপচয় করতে যাবেন কেন? আপনার প্রয়োজন নেই তেমন জিনিস দেখলেই কিনতে হবে তেমন কোন কথা নেই। আপনার পরিবারের কারা কারা মেলায় যাবে তাদের ইচ্ছে, শখ এবং শারীরিক সামর্থ্য অনুযায়ী ঠিক করুন। অসুস্থ কাউকে মেলায় নিয়ে যাওয়াটা ঠিক নয়। তবে ছুটির দিনগুলোতে বাণিজ্যমেলায় লোক সমাগম খুব বেশি হয়। দর্শনার্থী ও ক্রেতার প্রচ- ভিড়ের কারণে ঠিকমতো কেনাকাটা করা সম্ভব হয় না, ঘুরে দেখাতেও বিপত্তি ঘটে। বাণিজ্যমেলায় যেদিনই যাবেন হাতে একটু বেশি সময় নিয়ে যাওয়া উচিত। কারণ বৃহৎ পরিসরের এই আন্তর্জাতিক বাণিজ্যমেলার দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যসামগ্রীর স্টল ঘুরে ঘুরে দেখতে এবং কেনাকাটা করতে হলে কিছুটা বাড়তি সময় লাগতেই পারে। অতএব এজন্য আগেভাগে চলে যেতে চেষ্টা করুন। বেশি রাত করে মেলায় গেলে হুটহাট করে কিনতে গেলে আপনাকে ঠকতে হবে। মেলায় যাওয়ার সময় প্রয়োজনীয় হাল্কা খাবার, ¯œ্যাক্স ও পানি বাড়ি থেকে নিয়ে যেতে চেষ্টা করুন। মেলা থেকে খাবার-দাবার চড়ামূল্যে কিনে খাওয়ার চেয়ে বাড়ি থেকে নেয়া খাবার আপনার জন্য অনেক সাশ্রয়ী ও নিরাপদ। মেলার খাবারের দোকানগুলোতে যে ধরনের গলাকাটা দাম রাখা হয় তাতে আপনাকে খাবারের জন্য অনেক টাকা বাড়তি খরচ করতে হবে। বাণিজ্যিমেলায় যাওয়াটা খাওয়ার উদ্দেশ্যে নয়, প্রয়োজনীয় জিনিসপত্র দেখে-শুনে যাচাই-বাছাই করে কেনাকাটার জন্যÑ এ কথা আপনাকে মনে রাখতে হবে। বাণিজ্যিমেলায় হরেক রকমের সামগ্রী পাওয়া যায়। দেশী-বিদেশী স্টল-প্যাভিলিয়নে সাজিয়ে রাখা পণ্যসামগ্রী কেনার আগে ভালভাবে দেখে নিন। মান যাচাই করুন। উন্নতমানের পণ্য না হলেও অনেক স্টলে অযৌক্তিক মূল্য হাঁকা হয়। বিদেশী স্টলের পণ্য বলেই তা কোনার জন্য একেবারে গলে পড়বেন না। ওটার মান যথাযথ কিনা যাচাই করুন। আমাদের দেশীয় একই পণ্যের মান যদি তার চেয়ে ভাল হয় কিংবা একই রকম হয় কেনার সময় দেশী পণ্যটিকে গুরুত্ব দিন। দেশী-বিদেশী স্টল-প্যাভিলিয়নগুলোতে অনেক সময় গলাকাটা দাম হাঁকা হয়। নিজে যদি ঐ পণ্যসামগ্রীর প্রকৃত দাম সম্পর্কে ওয়াকিবহাল না হয়ে থাকেন তাহলে সঙ্গে অভিজ্ঞ কাউকে নিয়ে যেতে পারেন। বাণিজ্যমেলায় বেশকিছু অসাধু ব্যবসায়ী স্টল খুলে তাদের আমদানিকৃত মেয়াদউত্তীর্ণ পণ্যসামগ্রীর গায়ে নতুন মেয়াদের লেবেল লাগিয়ে বিক্রির চেষ্টা করেন। এ কারণে আপনাকে আগে থেকেই সাবধান ও সচেতন হতে হবে। নকল ভেজাল সামগ্রীও বিক্রির জন্য পসরা সাজিয়ে বসে কেউ কেউ। আপনাকে কেনাকাটার সময় ভীষণ সচেতন থাকতে হবে। আসল নকল চিনে কিনতে হবে। অনেকেই বাণিজ্যমেলায় অখ্যাত স্টল থেকে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী কিনে আগে চরমভাবে ধরা খেয়েছেন। এ জন্য নির্দিষ্ট কোম্পানির পণ্যসামগ্রীটি বাণিজ্যমেলার সংশ্লিষ্ট কোম্পানির স্টল থেকে কেনার চেষ্টা করুন। বাণিজ্যমেলায় চোর, প্রতারক, পকেটমারসহ নানা অপরাধীর আনাগোনা লক্ষণীয়ভাবে বেড়ে যায়। যদিও মেলায় পুলিশ কন্ট্রোল রুম রয়েছে। মেলায় বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে অর্ধশতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা। র‌্যাব, পুলিশের পাশাপাশি রয়েছে প্রচুর আনসার সদস্য। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও সর্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে। আপনাকে তারপরও সাবধান হতে হবে। নিজের ভ্যানিটি ব্যাগ, মানিব্যাগ নিজ দায়িত্বে নিরাপদে রাখুন প্রতারকের খপ্পরে পড়তে যাবেন না। কেনাকাটার পর জিনিসগুলো যথাযথভাবে বুঝে নিন স্টল থেকে। প্রয়োজনীয় ক্যাশমেমো গ্রহণ করুন। পরবর্তীতে যদি ফেরত দেয়ার প্রয়োজন পড়ে তখন ক্যাশমেমোর প্রয়োজন পড়তে পারে। জিনিসটি কিনছেন তা ঠিকঠাক মতো দেখে নিন। কোন ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে তা বিক্রেতার নজরে আনুন এবং তা পাল্টে আরেকটি দিতে বলুন। যদি কোন কারণে প্রত্যারিত হন কিংবা আপনার কিছু চুরি হয়ে যায় সঙ্গে সঙ্গে মেলায় দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করে সাহায্য প্রার্থনা করুন। মডেল : সজিব ও প্রাচী কৃতজ্ঞতা : স্টেপ সু
×