ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইচএম খান রাফি

না বুঝে কাজ করলে আপনার ব্যক্তিত্ব নষ্ট হতে পারে

প্রকাশিত: ০৫:৫৭, ৪ জানুয়ারি ২০১৬

না বুঝে কাজ করলে আপনার  ব্যক্তিত্ব নষ্ট হতে পারে

সুন্দর ব্যক্তিত্ব বিষয়টি অবশ্যই অনেক চর্চা করে অর্জন করতে হয়। একটা মানুষের ব্যবহার ও আচরণেই তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। আর সুন্দর ব্যক্তিত্বের একজন মানুষের সবার সামনে খুব কদর। হয় তো আপনি খুব পরিপাটি ও শিক্ষিত মানুষ। কিন্তু তার পরেও এমন কিছু কাজ না বুঝেই করেছেন যে কাজগুলো সকলের চোখে আপনাকে খাটো করে দিচ্ছে। অনেক চেষ্টা করেও নিজেকে আকর্ষণীয় মানুষ হিসেবে উপস্থাপন করতে পারছেন না। আপনার কিছু বদঅভ্যাস যা আপনার ব্যক্তিত্বকে অন্যের কাছে খাটো করে দিচ্ছে প্রতিনিয়ত। যেমনটা * মোবাইলে উচ্চৈঃস্বরে কথা বলা ও সবার সামনে দাঁত খোঁচানোÑ আপনি যদি কোন পাবলিক স্থানে, বাসে বা অফিসে উচ্চৈঃস্বরে মোবাইল ফোনে কথা বলেন তাহলে আপনার ব্যক্তিত্বকে এক মুহূর্তেই নষ্ট করে দেয়। পাশের মানুষটি আপনার প্রতি বেশ বিরক্তি হয়ে পড়বেন। তাছাড়া আপনার এই ধরনের আচরণ আপনার প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি করে। আবার অনেকেই আছেন যারা সবার সামনেই আকৃত বিকৃত করে দাঁত খোঁচানো শুরু করে দেন। এরা এমন অবস্থাতে অন্যের বিরক্তি তৈরি করে ফেলেন। ভদ্র আচরণই একজন মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করে। সবার সামনে এভাবে দাঁত খোঁচালেও আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যেতে পারে। * অতিরিক্ত কথা বলাÑ অতিরিক্ত কথা বলা এক ধরনের জটিল রোগ। যাদের এই রোগটি আছে তারা যে প্রতিটি মানুষের কাছে বিরক্তিকর তা বলে বোঝানো সম্ভব না। বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা বললেও আপনার ব্যক্তিত্ব সম্পর্কে বাজে ধারণা তৈরি করে ফেলে আপনার পাশাপাশি মানুষগুলো। * মানুষের সঙ্গে বাজে ব্যবহারÑকথায় আছে ব্যবহার বংশের পরিচয়। ব্যবহার দিয়েই জানা যায় একজনের পরিবারের আচরণ আর শিক্ষানীতি। আপনি যদি মানুষের সঙ্গে বাজে ধরনের ব্যবহার করেন তাহলেও আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। অনেক জটিল অবস্থাই ভদ্রভাবে পার করা সম্ভব। তাই ব্যক্তিত্ব বজায় রাখতে চাইলে পাশের মানুষটির সঙ্গে ভাল ব্যবহার করুন। * রাস্তাঘাটে কাউকে টিজ করা ও কুৎসা রটানোÑ এমনটা প্রতিদিনই অহরহ ঘটছে। রাস্তাঘাটে কিছু কুরুচিপূর্ণ মানুষ প্রতিনিয়তই কাউকে না কাউকে টিজ করছে। অনেকে খুব শালীনভাবেও টিজ করে থাকেন। তাই আপনিও যদি সেই দলের হন তাহলে ভেবে দেখুন এই বিষয়গুলো আপনার ব্যক্তিত্বকে কিভাবে তাড়া করছে। কুৎসা রটানো অনেকেই বেশ পছন্দ করেন। একজনের নামে আরেকজনকে কোন কিছু বলতে বেশ মজা পেয়ে থাকেন। এই বদ অভ্যাসটিও আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে দিচ্ছে। আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি করছে। আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। * অতিরিক্ত প্রশংসা করাÑ এই অতিরিক্ত প্রশংসা করাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকিÑ তেল দেয়া। এমন অনেকেই আছেন যারা নিজের কার্য সিদ্ধির জন্য বিশেষজনকে তেল দিয়ে থাকেন অর্থাৎ অতিরিক্ত প্রশংসা করে থাকেন। এমনকি এরা নিজের স্বার্থের জন্য অনেক নিচেও নেমে থাকেন। এই বদঅভ্যাসটিও আপনার ব্যক্তিত্বকে প্রতিনিয়ত নষ্ট করে দিচ্ছে। আপনার মনুষ্যত্ব নষ্ট করছে। ছবি : আরিফ আহমেদ মডেল : আশা
×