ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রানাতুঙ্গার লজ্জার হার॥ এসএলসি নির্বাচন

প্রকাশিত: ০৫:৫৬, ৪ জানুয়ারি ২০১৬

রানাতুঙ্গার লজ্জার হার॥ এসএলসি নির্বাচন

স্পোর্টস রিপোর্টার ॥ তিনি কিংবদন্তি। শ্রীলঙ্কার ইতিহাসের একমাত্র বিশ্বকাপ জয়টা এসেছে তারই হাত ধরে। অথচ লঙ্কান ক্রিকেটের (এসএলসি) নির্বাচনে হেরে গেলেন দেশটির অন্যতম জনপ্রিয় এই ব্যক্তিত্ব। এসএলসির সহ-সভাপতি পদে নির্বাচন করে শোচনীয়ভাবে পরাজিত হলেন ৫২ বছর বয়সী রানাতুঙ্গা। এই মুহূর্তে শ্রীলঙ্কা সরকারের নৌপরিবহন ও বন্দর মন্ত্রীর দায়িত্ব পালন করা রানাতুঙ্গার ভাই নিশান্থাও হেরেছেন বড় ব্যবধানে। ৮৮ ভোট পেয়ে এসএলসির সভাপতি নির্বাচিত হয়েছেন থিলাঙ্গা সুমাথিপালা। সাধারণ সম্পাদক তারই প্যানেলের মোহন ডি সিলভা। সভাপতি পদে সুমাথিপালার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৬ ভোট পেয়ে হেরেছেন রানাতুঙ্গারই ভাই নিশান্থা, আগের বোর্ডের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। আর সহ-সভাপতি পদে জয়ান্ত ধর্মদাসার কাছে ২২ ভোটের ব্যবধানে হেরেছেন অর্জুনা। এ নিয়ে তৃতীয়বারের মতো এসএলসির শীর্ষ চেয়ারে বসতে যাচ্ছেন দেশটির পার্লামেন্টের বর্তমান ডেপুটি স্পীকার সুমাথিপালা। গত বছর মার্চে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সরকার। মাঝখানে অন্তর্বর্তী আহ্বায়ক কমিটি দিয়ে চলছিল দ্বীপরাষ্ট্রের ক্রিকেট। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রবল চাপ ছিল। অবশেষে হয়ে গেল সেই নির্বাচন। যেখানে ভরাডুবি হলো ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা ও তার ভাইয়ের। সাফ ফুটবলে ভারত চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ গত আসরের চ্যাম্পিয়ন আফগানিস্তান এবারও দুর্দান্ত খেলে শিরোপার ফেবারিট ছিল। কিন্তু ফাইনালে গিয়ে আর স্বাগতিক ভারতের সঙ্গে পেরে ওঠেনি তারা। ৯০ মিনিটের নির্দিষ্ট সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী জয়সূচক গোল করে চ্যাম্পিয়ন করেন দলকে। কেরলের ত্রিবান্দ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার সাফ সুজকি কাপের ফাইনালে ২-১ গোলের জয় নিয়ে আবারও সাফের শিরোপা পুনরুদ্ধার করল ভারত। সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হলো তারা। সাফের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শুরু থেকেই। উভয় দলই বেশকিছু সুযোগ পেয়েও হাতছাড়া করেছে। এভাবেই দু’দল বেশকিছু সুযোগ হাতছাড়া করলে প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে ভারত প্রাধান্য ধরে রেখে খেলেছে। তবে আফগানরা দারুণ কিছু সুযোগ সৃষ্টি করে গোলও পেয়ে যায়। ৭০ মিনিটের সময় ফয়সালের পাসে ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো জুবাইর আমিরির শট জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় আফগানিস্তান (১-০)। তবে স্বাগতিক দর্শকদের বেশিক্ষণ বিষন্ন থাকতে হয়নি। ৭২ মিনিটের সময় আফগান ডিফেন্সের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে গোল করেন জেজে লালপেখলুয়া (১-১)। সমতায় শেষ হয় দ্বিতীয়ার্ধ। অতিরিক্ত সময় আফগানদের ওপর আধিপত্য বিস্তার করে ভারত। ১০১ মিনিটের সময় প্রথম সুযোগ পেয়েই কাজে লাগান সুনীল ছেত্রী। গোলরক্ষক ওবাইস আজিজি বেরিয়ে এসেছিলে, দারুণ প্লেসিং শটে গোল করেন ছেত্রী (২-১)। ওয়েস্ট ইন্ডিজ ২০৭/৬ স্পোর্টস রিপোর্টার ॥ সিডনি টেস্টের প্রথম দিনেই স্বাগতিক বোলিংয়ের বিপক্ষে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। দু-দুবার বৃষ্টির বাধায় খেলা হয়েছে ৭৫ ওভার। টস জিতে ব্যাটিং নেয়া ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে ২০৭ রান। যেখানে সাজঘরে ফেরার আগে ৮৫ রানের চমৎকার এক ইনিংস উপহার দেন ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট। ২৩ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিন, ৩৫ রান নিয়ে তার সঙ্গে আছেন কার্লোস ব্রেথওয়েট। মূলত ক্রেইগ ব্রেথওয়েট ও রামদিনের ব্যাটে ভর করেই নিয়ম রক্ষার এই টেস্টের প্রথম ইনিংসে একটা ভাল সংগ্রহের জন্য লড়ছে জেসন হোল্ডারের উ.ইন্ডিজ। টানা দুই হারে আগেই ফ্রাঙ্ক ওরেল ট্রফি শেষ হয়ে গেছে অতিথিদের। হোল্ডারদের জন্য সিডনির ম্যাচটা তাই ‘হোয়াটওয়াশ’ ঠেকানোর লড়াই। অথচ ওয়েস্ট ইন্ডিজের শুরুটা একেবারে মন্দ ছিল না। ৯ রান করা শাই হোপকে তুলে নিয়ে প্রথম ধাক্কা দেন স্বাগতিক পেসার জস হ্যাজলউড। এরপরই ক্রেইগ ব্রেথওয়েট ও ড্যারেন ব্রাভোর মধ্যে গড়ে ওঠে দিনের সেরা জুটি। দ্বিতীয় উইকেটে ৩০ ওভারে ৯১ রান যোগ করেন দু’জনে। ৩৩ রান করা ব্রাভোকে উসমান খাজার হাতে ক্যাচ বানিয়ে অতিথিদের প্রতিরোধ ভাঙ্গেন অপর পেসার জেমস প্যাটিনসন। অতঃপর উ.ইন্ডিজ ব্যাটিংয়ে ছন্দপতন। ৪ রান করে বড় তারকা মারলন স্যামুয়েলস যখন রানআউট হন ৩ উইকেটে সফরকারীদের সংগ্রহ তখন ১১৫। এই পর্যায়ে দুই স্পিনার নাথান লেয়ন ও স্টিভ ও’কেফের মারাত্মক ঘূর্ণির মুখে চরম বিপদে পড়ে হোল্ডারের দল। ১০ রান করা জার্মেইন ব্লাকউডকে পরিষ্কার এলবিডব্লিউ করে সাজঘরে ফিরিয়ে যার শুরুটা করেন লেয়ন। প্রতিরোধ গড়া ক্রেইগ ব্রেথওয়েটকেও তুলে নেন তিনি। ১৭৪ বলে ১০ চারের সাহায্যে ৮৫ রান করে প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন স্মিথের হাতে ক্যাচ তুলে দেন ক্যারিবীয় ওপেনার। ১৫৮ রানে পঞ্চম ব্যাটসম্যানকে খুইয়ে উ.ইন্ডিজের তখন থরহরিকম্প অবস্থা। এক ওভারের ব্যবধানে ১ রান করে হোল্ডার আউট হলে চাপটা আরও বড় হয়ে ওঠে। অতিথি অধিনায়ককে জো বার্নসের হাতে ক্যাচ বানিয়ে ফেরান দীর্ঘদিন পর দলে ফেরা স্পিনার ও’কেফে। ২৩ ও ৩৫ রানে অপরাজিত থেকে এরপর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা রামদিন ও কার্লোস ব্রেথওয়েটের। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৮ রান যোগ করেছেন দু’জনে। আজ তাদের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ॥ ২০৭/৬ ৭৫ ওভার (ক্রেইগ ব্রেথওয়েট ৮৫, কার্লোস ব্রেথওয়েট ৩৫*, ড্যারেন ব্রাভো ৩৩, রামদিন ২৩*, ব্ল্যাকউড ১০, হোপ ৯, স্যামুয়েলস ৪, হোল্ডার ১; লেয়ন ২/৬৮, হ্যাজলউড ১/৩৫, প্যাটিনসন ১/৪১, ও’কেফে ১/৪২)। ** প্রথম দিন শেষে। এশিয়া কাপ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা স্পোর্টস রিপোর্টার ॥ এবারও বাংলাদেশে হবে এশিয়া কাপ। তা হবে টি২০ ফরমেটে। এ বছর ১৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এ নিয়ে রবিবার আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এশিয়া কাপের মূল আসর শুরুর আগে কোয়ালিফাইং রাউন্ডও হবে। লেগ ও মূলপর্ব এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কর্র্তৃক বাংলাদেশের ফতুল্লা, নারায়ণগঞ্জ এবং ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত টুর্নামেন্টের কোয়ালিফাইং লেগের খেলাসমূহ আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এবং মূল পর্বের খেলা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং কোয়ালিফাইং লেগের বিজয়ী দলের অংশগ্রহণে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দেশী-বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই ক্রিকেট টুর্নামেন্ট সফল আয়োজনের লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয় সভা যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদের সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত ক্রিকেট টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, বিভাগ, দপ্তরসমূহের সহযোগিতা কামনা করা হয়। সভায় খেলা চলাকালীন সময়ে দেশী-বিদেশী খেলোয়াড় ও কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা ও খেলার মাঠে আইন-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের উর্ধতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×