ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-জিম্বাবুইয়ে সিরিজ, ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা অচিরেই

চূড়ান্ত দলে রনি

প্রকাশিত: ০৫:৫৬, ৪ জানুয়ারি ২০১৬

চূড়ান্ত দলে রনি

স্পোর্টস রিপোর্টার ॥ যদি জিম্বাবুইয়ের বিপক্ষে টি২০ সিরিজটি না হতো, তাহলে এশিয়া কাপ দিয়েই জাতীয় দলে আবু হায়দার রনির অভিষেক হতো। যেহেতু এখন জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ হচ্ছে, তাই এ সিরিজের চূড়ান্ত দলেই রনিকে দেখা যাবে। বিসিবির নির্বাচক কমিটির সূত্রে এমনটিই জানা গেছে। সূত্রটি জানিয়েছে, যেহেতু জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ হচ্ছে তাই এ সিরিজেই রনিকে ঝালাই করে নেয়া হবে। আর ঝালাই করে নেয়া মানেই হচ্ছে চূড়ান্ত দলে থাকা এবং খেলাও। খেললেই অভিষেক হবে রনির। এরই মধ্যে ১৪ জনের চূড়ান্ত দল বোর্ডে জমা দিয়েছে নির্বাচক কমিটি। তা জানিয়েছেন নির্বাচক কমিটির সদস্য সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। বলেছেন, ‘পরিকল্পনা হলো আজকেই (রবিবার) আমরা ১৪ জনের একটা স্কোয়াড দিয়ে দিচ্ছি। প্রেসিডেন্ট (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) তা অনুমোদন করলে পরের কোচিং সেশন হাতুরুসিংহে আসলে শুরু হবে।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা ২৭ জনের স্কোয়াড দিয়েছিলাম, কারণ সামনে একটা লম্বা টি২০ ম্যাচ আছে, এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে। সেই হিসেবে ২৭ জনের একটা পরিকল্পনা মাথায় রেখেছি। সেই হিসেবে জিম্বাবুইয়ের বিপক্ষে আসন্ন সিরিজ উপলক্ষে ১৪ জনের দল দিয়ে দিচ্ছি। এর মধ্যে যারা বাদ যাবে তারা বিসিএল খেলার জন্য ব্যস্ত থাকবে।’ শেষ জিম্বাবুইয়ে সিরিজ থেকে যে পরিবর্তন আসবে এবং নতুন ক্রিকেটার রাখা হবে তা জানালেন নান্নু, ‘শেষ জিম্বাবুয়ে সিরিজে যে টি২০ স্কোয়াডটা ছিল, এর মাঝে একটু পরিবর্তনতো অবশ্যই আছে। কিছু নতুন খেলোয়াড়ও দেখা যাবে। তো সেই হিসেবে আমি মনে করি আমরা চেষ্টা করছি এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপের আগে একটা বেস্ট পসিবল দল দাঁড় করাতে।’ নান্নুর এ কথাতেও নিশ্চিত হচ্ছে নতুন ক্রিকেটার চূড়ান্ত স্কোয়াডে থাকছেন। আর সেটি যে বিপিএলে সাড়া জাগানো পেসার রনিই হচ্ছেন তা নিশ্চিতই। জিম্বাবুইয়ে সিরিজ দিয়েই যে কিছু ক্রিকেটারকে ঝালাই করে নিতে চান, তাও জানালেন নান্নু, ‘টি২০ সংস্করণে যখন যাচ্ছি, একটা সিরিজ দিয়ে শুরু করতে যাচ্ছি। যেহেতু এটার পরে স্টেপ বাই স্টেপ এশিয়া কাপ আছে, এরপরে টি২০ বিশ্বকাপ; সেহেতু সেই হিসেব মাথায় রেখেই আমরা কিছু খেলোয়াড়কে দেখবো। তার মধ্যে সেরা স্কোয়াডটাই দাঁড়া করাবো আমরা এই সিরিজে। পারফর্মেন্স বেসিসেই আমরা দল করেছি এবং বেস্ট পসিবল খেলোয়াড়দেরই নেয়া হয়েছে।’ টি২০ বিশ্বকাপকেই আসলে টার্গেট করছেন নির্বাচকরা। তাও বললেন নান্নু, ‘আমাদের সবচেয়ে আগে বিশ্বকাপ। এর আগে ওয়ানডে বিশ্বকাপে ভাল খেলেছি। এটা মাথায় রাখি যে টি২০ বিশ্বকাপটাও আমরা ভাল করতে পারবো।’ বোর্ডে জমা হয়ে গেছে জিম্বাবুইয়ের বিপক্ষে ১৪ সদস্যের চূড়ান্ত দল। তা ঘোষণাও হয়ে যাবে এ সপ্তাহেই। ৭ জানুয়ারি যে দল চলে যাবে সিলেটে, যেহেতু জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজটি হবে সিলেটে, ৮ জানুয়ারি থেকে সেখানেই প্রস্তুতি নেবেন মাশরাফিরা। এর আগেই জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়ে যাবে। সেই দলটিই সিলেট যাবে। যে দলে থাকছেন এবারের বিপিএলের সেরা আবিষ্কার আবু হায়দার রনি।
×