ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শীর্ষে থেকেই বছর শুরু আর্সেনালের

প্রকাশিত: ০৫:৫৫, ৪ জানুয়ারি ২০১৬

শীর্ষে থেকেই বছর শুরু আর্সেনালের

স্পোর্টস রিপোর্টার ॥ শীর্ষে থেকে নতুন বছর ২০১৬ সাল শুরু করেছে আর্সেনাল। শনিবার বছরে নিজেদের প্রথম ম্যাচে গানার্সরা ১-০ গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেডকে। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় আর্সেন ওয়েঙ্গারের দলকে। গত বছরের বাজে অবস্থা থেকে বের হয়ে আসার ইঙ্গিত দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ডট্র্যাফোর্ডে ম্যানইউ ২-১ গোলে পরাজিত করে সোয়ানসি সিটিকে। টানা আট ম্যাচ পর এটি প্রথম জয় রেড ডেভিলসদের। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর শেষদিকে মাত্র তিন মিনিটের ঝড়ে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারায় ম্যানসিটি। তবে চমক ধরে রাখতে পারেনি লিচেস্টার সিটি। টানা তিন ম্যাচ জয়বঞ্চিত থাকলো দলটি। এবার ঘরের মাঠে বোর্নমাউথের সঙ্গে গোলশূন্য ড্র করে লিচেস্টার। অন্যান্য ম্যাচে নরউইচ সিটি ১-০ গোলে সাউদাম্পটনকে, সান্ডারল্যান্ড ৩-১ গোলে অ্যাস্টন ভিলাকে ও ওয়েস্টব্রুমউইচ ২-১ গোলে পরাজিত করে স্টোক সিটিকে। নিজেরা জয় পাওয়ায় ও অপর ম্যাচে লিচেস্টার সিটি পয়েন্ট হারানোয় আর্সেনালের শীর্ষস্থান মজবুত হয়েছে। ২০ ম্যাচে গানার্সদের পয়েন্ট সর্বোচ্চ ৪২। বোর্নমাউথের সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করা লিচেস্টারের পয়েন্ট ৪০। দীর্ঘ আট ম্যাচ পর জয়ের দেখা পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে। ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ম্যানসিটি। ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই নিউক্যাসলের ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্সেনাল। তবে ম্যাচের ১৬ মিনিটে প্রথম সুযোগ পায় অতিথিরাই। কিন্তু জিওর্জিনিয়ো ভেইনালডামের হেড দারুণ দক্ষতায় রুখে দেন ইপিএলে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খেয়ে থাকার রেকর্ডের মালিক পিটার চেক। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে থাকলেও বলার মতো সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয় ওয়েঙ্গার বাহিনী। বিরতির পর শুরুতে চেকের নৈপুণ্যে আবারও বেঁচে যায় আর্সেনাল। ডি বক্সের মধ্যে ভেইনালডামের সামনে একমাত্র বাধা ছিলেন চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক। কিন্তু তাকে ফাঁকি দিতে পারেননি ডাচ মিডফিল্ডার। ম্যাচের ৭২ মিনিটে কাক্সিক্ষত গোল পায় আর্সেনাল। গোল করেন লরেন্ট কোসিয়েলনি। স্বদেশী ফরোয়ার্ড অলিভিয়ে জিরুডের হেডে বাড়ানো বল গোলমুখে পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন ফরাসী ডিফেন্ডার। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় আর্সেনাল। কিন্তু মিডফিল্ডার অ্যারন রামসে সুযোগটা কাজে লাগাতে পারেননি। নিজেদের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে সোয়ানসির বিরুদ্ধে প্রথমার্ধ গোলশূন্য সমতা নিয়ে শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে ম্যানইউকে এগিয়ে নেন অ্যান্থনি মার্শাল। ৭০ মিনিটে গোলটি পরিশোধ করে ম্যাচে সমতা ফেরান নিউক্যাসলের ফরোয়ার্ড গেলফি সিগুর্ডসন। আরও একটি ড্রয়ের আশঙ্কায়ই হয়তো ভর করেছিল ম্যানইউ সমর্থকদের মনে। কিন্তু ৭৭ মিনিটে গোল করে দলকে মহামূল্যবান জয় এনে দেন অধিনায়ক ওয়েন রুনি। আরেক ম্যাচে দারুণ এক জয়ের খুব কাছে ছিল ওয়াটফোর্ড। কিন্তু সেই জয়টি আর পাওয়া হয়নি চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে দারুণ খেলা দলটির। সার্জিও অ্যাগুয়েরো ও ইয়াইয়া তোরের শেষ দিকের গোলে জয় পায় ম্যানসিটি। গত ১২ সেপ্টেম্বরের পর এই প্রথম প্রতিপক্ষের মাঠে লীগ ম্যাচ জিতলো মানুয়েল পেলেগ্রিনির দলটি। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর ৫৫ মিনিটে ওয়াটফোর্ডের এগিয়ে যাওয়া গোলে ছিল ভাগ্যের সহায়তা। বেন ওয়াটসনের কর্নারে সিটি ডিফেন্ডার আলেক্সান্ডার কোলারভের মাথা ছুঁয়ে বল জালে জড়ায়। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া সিটি গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। অবশেষে প্রতিপক্ষকে চেপে ধরার সুফল ৮২ মিনিটে পায় সিটি। কোলারভের কর্নারে দারুণ এক ভালিতে সমতা ফেরান তোরে। ৮৪ মিনিটে এগিয়েও যায় সিটি। বাকারি সানিয়ার দারুণ ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ থেকে লাফিয়ে অ্যাগুয়েরোর করা হেড ঠাঁই নেয় প্রতিপক্ষের জালে।
×