ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এস্পানিওল ধাক্কায় নতুন বছরে পা বার্সিলোনার

প্রকাশিত: ০৫:৫৪, ৪ জানুয়ারি ২০১৬

এস্পানিওল ধাক্কায় নতুন বছরে  পা বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরের শুরুতেই ধাক্কা খেয়েছে বার্সিলোনা। শনিবার রাতে ২০১৬ সালে প্রথমবার মাঠে নামে কাতালানরা। কিন্তু স্প্যানিশ লা লিগার ম্যাচে বার্সাকে রুখে দিয়েছে স্বাগতিক এস্পানিওল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজদের গোলবঞ্চিত করে দারুণ কৃতিত্ব দেখিয়েছে রোকো, লোপেজরা। গোলশূন্য ম্যাচে তাই হতাশায় আচ্ছন্ন করে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। বার্সা ড্র করলেও নতুন বছরের শুরুতেই পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে দিয়াগো সিমিওনের দল ১-০ গোলে পরাজিত করে লেভান্তেকে। আরেক ম্যাচে মালাগা ২-০ গোলে হারায় সেল্টা ডি ভিগোকে। ২০১৫ সাল দুর্দান্ত কেটেছে বার্সিলোনার। পাঁচটি শিরোপা জয়ের পাশাপাশি গড়ে এক বছরে সবচেয়ে বেশি ১৮০টি গোল করার নতুন রেকর্ড। কিন্তু ২০১৬ সালের শুরুতেই হোঁচট খেতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষের মাঠে ড্র করায় কিছু সময়ের জন্য হলেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাতে হচ্ছে বার্সিলোনাকে। বর্তমানে ১৭ ম্যাচ শেষে বার্সার ভা-ারে জমা ৩৯ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে এ্যাথলেটিকো। ১৭ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জিততে পারলে বার্সিলোনাকে ছুঁয়ে ফেলতে পারবে রাফায়েল বেনিতেজের দল। এস্পানিওলের মাঠে ভাগ্যও সহায় ছিল না অতিথি বার্সিলোনার। মেসি ও সুয়ারেজের গোলের প্রচেষ্টা বাধা পায় গোলপোস্টে। মেসি, নেইমার ও সুয়ারেজের অদম্য বার্সিলোনার বিরুদ্ধে শুরু থেকেই লড়াই করে এস্পানিওল। অতিথিরা গোলের প্রথম ভাল সুযোগটা পায় ৩৬ মিনিটে। বিপজ্জনক জায়গা থেকে মেসি ফ্রিকিক নেন। স্বাগতিক গোলরক্ষক বুঝতেই পারেননি। কিন্তু বাঁকানো শটটি ক্রসবারে লেগে প্রতিহত হয়। বিরতির ঠিক আগে মেসি ডি বক্সে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে বল বাড়ান। তবে শট নেয়ার সুযোগ পাননি বার্সিলোনার এই প্লেমেকার। বিরতির পর শুরুতেই প্রথম সুযোগ পায় বার্সা। বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়ে শট নিতে পারেননি সুয়ারেজ। বল পেয়ে নেইমারের নেয়া শট প্রতিহত হয় রক্ষণে। ৫২ মিনিটে ভাল একটা সুযোগ আসে এস্পানিওলেরও। তবে হেরনান পেরেসের শট একটুর জন্য গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর ম্যাচে গোলের সবচেয়ে ভাল সুযোগটা হারায় বার্সিলোনা। গোলরক্ষককে পেছনে ফেলার পর খুব কাছ থেকে নেয়া সুয়ারেজের শট ফের পোস্টে লেগে প্রতিহত হয়। ম্যাচে মেসি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ডি বক্সের প্রান্ত থেকে তার নেয়া শটে বল যায় সোজা গোলরক্ষকের কাছে। ম্যাচের ৭৬ মিনিটে জর্ডি অ্যালবার ক্রসে ডি-বক্সে নেইমারের দর্শনীয় বাইসাইকেল কিক গোলরক্ষক সহজেই আয়ত্বে নেয়। শেষ দিকে বরং এস্পানিওল বেশ ভাল সুযোগ পায়। কিন্তু কাজের কাজ করতে পারেনি তারা। ফলে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ। এদিকে লেভান্তেকে একমাত্র গোলে হারিয়ে শীর্ষে উঠেছে সাবেক চ্যাম্পিয়ন এ্যাথলেটিকো। নিজেদের মাঠে খেলতে নেমে গোল পাচ্ছিল না ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়ন এ্যাথলেটিকো। কোকের একটি দারুণ হাফভলি ক্রসবারে লাগলে আরও হতাশ হতে হয় সমর্থকদের। অবশষে ম্যাচের ৮১ মিনিটে কোচ দিয়েগো সিমেওনের মুখে হাসি ফোটান বদলি হিসেবে নামা মিডফিল্ডার টমাস প্যার্টি। তার দারুণ গোলে নতুন বছরের শুরুতেই শীর্ষে ওঠার হাসি হাসে এ্যাথলেটিকো। কাতালান ডার্বি ড্র করে হতাশায় আচ্ছন্ন হয়েছে বার্সিলোনা। দলটির কোচ লুইস এনরিকে এস্পানিওলের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে উচ্ছ্বাসে ভাসছে স্বাগতিকরাও। এই ড্র লীগের বাদবাকি ম্যাচে ভাল করতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন এস্পানিওল কোচ।
×