ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেশবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৩, ৪ জানুয়ারি ২০১৬

কেশবপুরে পানিতে  ডুবে দুই শিশুর  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৩ জানুয়ারি ॥ রবিবার সকালে কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়নে পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই ইউনিয়নের চাঁদড়া গ্রামে আব্দুল আলিম গাজীর শিশুপুত্র শামির (৩) ও একই বাড়ির শফিকুল ইসলাম গাজীর শিশুপুত্র সিয়াম (৩) ছোট রিক্সা নিয়ে খেলা করছিল। একপর্যায়ে তারা পাশের ডোবায় পড়ে যায়। কলেজছাত্রীর আত্মহত্যা পারিবারিক কলহের জের ধরে মায়ের ওপর অভিমান করে এক কলেজছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে মায়ের ওপর অভিমান করে কেশবপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আলতাপোল গ্রামের রতন সাহার মেয়ে সুকন্যা (১৮) কীটনাশক পান করে। শরণখোলায় বসতঘর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুম শরীফ নামে এক জেলের বসতঘর হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা। রবিবার ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামে। প্রতিপক্ষ জিয়ারুল ও কামরুলের নেতৃত্বে ১৫-২০ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী সকালে মাসুমের বসতঘরে আকস্মিক হামলা চালায়। হাসপাতালের জরিমানা অনুমোদন না নিয়ে আইসিও খোলার অপরাধের পাশাপাশি মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ ব্যক্তি দিয়ে ল্যাব পরিচালনার দায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালকে আট লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে নগরীর জিইসি মোড় এলাকায় হাসপাতালটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বাউফলে এইচএসসি ফরম পূরণের দাবিতে অধ্যক্ষ অবরুদ্ধ নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ৩ জানুয়ারি ॥ এইচএসসি পরীক্ষার ফরম পূরণের দাবিতে বাউফলের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে বিক্ষোভ মিছিল, ভাংচুর ও অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই কলেজ থেকে এ বছর সাড়ে ৩শ’ শিক্ষার্থী এইচএসসির টেস্ট পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। বাকি ১৬৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ায় তারা পরীক্ষার ফরম পূরণে অযোগ্য বলে বিবেচিত হয়। পৌর ভোট কারচুপির প্রতিবাদে রাঙ্গামাটিতে সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৩ জানুয়ারি ॥ রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নজিরবিহীন জাল ভোট প্রদান, ব্যাপক কারচুপি,অনিয়ম, প্রতিদ্বন্দ্বী প্রাথীর কর্মীদের ওপর হামলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের পক্ষপাতিত্বের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ করেছে। রোববার রাঙ্গামাটিতে এই অবরোধ শান্তি পূর্ণভাবে পালিত হয়েছে। রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে ১১ কেন্দ্র দখল করে ক্ষমতাসীনরা ভোট জালিয়াতির মহোৎসব করেছে বলে জেএসএস দাবি করেছে। ভৈরবে পরাজিত মেয়র প্রার্থীর অপপ্রচারের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৩ জানুয়ারি ॥ রবিবার সকালে ভৈরব আওয়ামী লীগ কার্যালয়ে পৌর নির্বাচনে বিএনপির পরাজিত মেয়র প্রার্থীর অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়। ভৈরব থানা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া বলেন, বিএনপির প্রার্থী হাজী শাহিন পৌর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে যে বক্তব্য দিয়েছে, তা সঠিক না। কারণ নির্বাচনে যদি কারচুপি হতো তবে বিএনপির প্রার্থী ২০ হাজার ভোট পেত না। সংবাদ সম্মেলনে উপস্থিত আওয়মী লীগ নেতারা অভিযোগ করেন, বিএনপির মেয়র প্রার্থী নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় নির্বাচনের পূর্র্বেই পৌরসভার সীমানা বাড়ানোর কথা বলে উচ্চ আদালতে মামলা করেন, যাতে পৌরসভা নির্বাচন না হয়। ভোটের দুই দিন আগে বিএনপির কাউন্সিলর প্রার্থীর ভাইকে মোটা অংকের টাকা দিয়ে নকল ব্যালট পেপার ছাপানোর চেষ্টা করেন। প্রশাসন টের পেয়ে বিএনপির কাউন্সিলরের ভাই শরীফুজ্জামানকে আটক করে জেলে পাঠায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদ্য নির্বাচিত মেয়র এ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, মীর্জা সুলেয়মান, শিক্ষানুরাগী রফিকুল ইসলামসহ সিনিয়র নেতাকর্মীরা। খুলনায় জামায়াত ছাড়লেন এক নেতা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন খুলনা মহানগরীর মহেশ্বরপাশা বায়তুন নূর জামে মসজিদের ইমাম জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান। তিনি মহানগরীর ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও মহেশ্বরপাশা পশ্চিম পালপাড়ার মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে। রবিবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি জামায়াত ছাড়ার ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত চার দলীয় জোট সরকারের সময় তিনি কর্মী হিসেবে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০১০ সালে সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতির দায়িত্ব দেয়া হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, তিনি না বুঝে ধর্মীয় দল হিসেবে জামায়াতে যোগদান করেন। ভুলক্রমে যুদ্ধাপরাধীদের এ দলে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। পরে তিনি ভুল বুঝতে পেরেছেন। বর্তমান সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে, তখন থেকেই তিনি দলীয় সকল কর্মসূচী থেকে নিজেকে গুটিয়ে নেন। কিশোরগঞ্জে মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচী নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ জানুয়ারি ॥ মাদকের অভিশাপ থেকে তরুণ ও যুব সমাজকে বিরত রাখার দৃঢ় প্রত্যয়ে কিশোরগঞ্জে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচার শুরু হয়েছে। রবিবার সকালে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। যৌতুক ও মাদকবিরোধী র‌্যালি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ৩১ মার্চের মধ্যে নীলফামারী সদর উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হতে যাচ্ছে। এ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির জন্য সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। সুন্দরবনে অজগর অবমুক্ত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের একটি বাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ আটক করা হয়েছে। শনিবার বিকেলে ওই গ্রামের রহিম চৌকিদারের মুরগির ফার্মে ঢোকার সময় বাড়ির লোকজন সেটি ধরে ওয়াইল্ড টিমের কাছে হস্তান্তর করে। অজগরটি রবিবার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে বলে ওয়াইল্ড টিমের স্থানীয় প্রতিনিধি জাকারিয়া মিঠু জানান।
×