ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫২, ৪ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

২৮ লাখ টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ জানুয়ারি ॥ সাভারে ফিল্মি স্টাইলে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মিঠুন চক্রবর্তী নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে ২৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। রবিবার দুপুরে সাভার বাজার রোড ১নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তিন ছিনতাইকারী আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুর পৌরসভার দেবীপুর তালুকপাড়া এলাকা থেকে অটোরিক্সা ছিনতাই করে পালানোর সময় ৩ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের গণপিটুনি দিয়ে বাগমারার তাহেরপুর পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত ছিনতাইকারীরা হলো, রাজশাহী নগরীর নতুন টার্মিনাল এলাকার পলাশ (২৬), আশাদুল (২৮) ও সোহেল রানা (২১)। অপহৃত শিশু উদ্ধার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ জানুয়ারি ॥ গোবিন্দগঞ্জ উপজেলায় অপহৃত জয়নাল আবেদীন জাহিন (৭) নামে ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত রানা মিয়া (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের ফেডারেশন অফিসের সামনে থেকে রবিবার সকালে শিশুটিকে উদ্ধার করা হয়। আটক রানা মিয়ার বাড়ি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মোঃ শাহিন মিয়ার ছেলে। ১৬০ কেজি গাঁজা উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবা উপজেলার বড়গাছী সাঁকোপাড়া গ্রাম থেকে ১৬০ কেজি (৬ বস্তা ও ১ ড্রাম) গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। শনিবার রাতভর ওই গ্রামের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা দায়ের হয়েছে। বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৩ জানুয়ারি ॥ চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় মাসব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। প্রথম দফায় জেলার ৪ উপজেলার ১০ নারী ও ১০ পুরুষকে দুই শিফটে প্রশিক্ষণ দেয়া হবে। দ্বিতীয় দফায় ফেব্রুয়ারি মাসে অনুরূপভাবে আরও ২০ জনকে কম্পিউটারের ওপর এমএস ওয়ার্ড, এক্সেল ও ডাটা বিষয়ে শিক্ষা দেয়া হবে। বখাটে ছাত্রের দ- নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩ জানুয়ারি ॥ রবিবার আমতলী ডিগ্রী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র রিয়াজ হোসেনকে (২০) অশ্লীল আচরণের কারণে পুলিশে ধরিয়ে দিলেন অধ্যক্ষ মজিবুর রহমান। জানা গেছে, আমতলী ডিগ্রী কলেজের ২০১ নং কক্ষে ঘটনার দিন বেলা ১১টার দিকে ডিগ্রী ২য় বর্ষের ছাত্র রিয়াজ হোসেন ওই কলেজের এক ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করে। এ ঘটনা অধ্যক্ষকে জানালে তিনি তাৎক্ষণিক ওই ছাত্রকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ আমতলী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের আদালতে সোপর্দ করলে বিচারক তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন। ট্রেনে কেটে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩ জানুয়ারি ॥ বারহাট্টা উপজেলার অতিথপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে গাজী রহমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার গোড়াউন্দ গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। রবিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভুয়া পুলিশ আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চাঁদা আদায় করার সময় এক ভুয়া পুলিশকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটকরা হয় রাশেদুল ইসলাম রাসেল নামে এক যুবককে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে তাকে। শনিবার সন্ধ্যায় শহরের কলাতলী সুগন্ধা পয়েন্ট থেকে ট্যুরিস্ট পুলিশ শহরের বাহারছড়ার জাফর আলমের পুত্র রাসেলকে আটক করে। সিংগাইরে কাউন্সিলর প্রার্থীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৩ জানুয়ারি ॥ নির্বাচনী প্রচারণাকালে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে জামাল উদ্দিন বেপারি (৩৫) নামের এক কাউন্সিলর প্রার্থীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই কাউন্সিলর প্রার্থী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নয়াডাঙ্গী গ্রামের মোঃ নয়ন বেপারির ছেলে। তিনি ৩ কন্যাসন্তানের জনক। নিহতের মামাত ভাই মোঃ রকিবুল হাসান বিশ্বাস জানান, সকাল ৯টার দিকে জামাল তার নিজ গ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডে টেবিল ল্যাম্পের প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণাকালে হঠাৎ করেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। কর্মীরা তাকে প্রথমে সিংগাইর ক্লিনিক ও পরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উখিয়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষিত ॥ ধর্ষক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার উখিয়ার এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক শামশুল আলমকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জালিয়াপালং দীঘির পাড় এলাকা থেকে তাকে আটক রা হয়। সে স্থানীয় মকবুল আহম্মদের ছেলে। জানা গেছে, গত মঙ্গলবার সকালে ভাত রান্না করে দেয়ার কথা বলে লম্পট শামশুল আলম সাওদাগর সোনারপাড়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রীকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি তার মাকে জানালে ওই ছাত্রীর মা সোনা মেহের বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেন। আড়াইহাজারে সংঘর্ষ বাড়িঘর ভাংচুর ॥ আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ জানুয়ারি ॥ আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ৫টি বাড়ি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৯টায়। জানা গেছে, ওই গ্রামের আলাউদ্দীন গং ও প্রতিপক্ষের জাকারিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টায় জাকারিয়া গংদের সঙ্গে আলাউদ্দীন গংদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের লোকজনের মধ্যেই দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। নওগাঁয় তিন পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ জানুয়ারি ॥ রবিবার ভোরে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে করে ওই তিনটি পুকুরের মালিক বলিরঘাট গ্রামের খয়বর আলীর ছেলে মৎস্য ব্যবসায়ী মজনু মৃধার ব্যাপক ক্ষতি হয়েছে। মৎস্য ব্যবসায়ী মজনু মৃধা জানান, গত প্রায় ২০ বছর ধরে এলাকার বিভিন্ন পুকুর লিজ নিয়ে তিনি সুনামের সঙ্গে মাছ চাষ করে আসছিলেন। হঠাৎ করে রবিবার ভোরে পূর্ব শক্রতার জের ধরে মীর সাহেবের পুকুর, ইলশাবাড়ী পুরনো হাটখোলা পুকুর ও বলিরঘাট খাঁপাড়া পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। মাটি কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ জানুয়ারি ॥ সাদুল্যাপুর উপজেলায় ইটভাটিতে মাটি কাটতে গিয়ে নিজের কোদালের আঘাতে মোমিনুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নগরভবনে ওয়াই ফাই স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগর ভবনে যুক্ত হলো ওয়াই ফাই। রবিবার সকালে নগর ভবন প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের উপস্থিতিতে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী সভাপতিত্ব করেন। কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ জানুয়ারি ॥ ৫৫ পদাতিক ডিভিশনের নির্দেশনায় ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে জেলার কোতোয়ালি থানার মাচ্চর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে রবিবার দুপুরে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের এডিএমএস কর্নেল জোবায়দুর রহমান কম্বল বিতরণ করেন। ৫ শতাধিক দুস্থ ও দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করেন।
×