ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চবি ছাত্র তিন জঙ্গীর চার দিনের রিমান্ড

প্রকাশিত: ০৫:৫১, ৪ জানুয়ারি ২০১৬

চবি ছাত্র তিন  জঙ্গীর চার  দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জঙ্গী সন্দেহে আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার বিকেলে মহানগর হাকিম নওরিন আক্তার কাঁকনের আদালতে দুই মামলায় ২০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, বায়েজিদ থানায় দায়ের হওয়া দুটি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৫ নম্বর মামলায় তিন দিন এবং ৬ নম্বর মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তিন জঙ্গী হলেনÑ নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল। মঙ্গলবার তাদের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর রাতে নগরীর কসমোপলিটন এলাকা থেকে মোঃ শওকত রাসেল, কাজীরদেউড়ি থেকে নাইমুর রহমান ও নালাপাড়া থেকে ফয়সাল মাহমুদকে আটক করে পুলিশ। তিনজনের দেয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী আমানবাজারে অভিযান চালিয়ে জেএমবি আস্তানা থেকে গুলি, অস্ত্র, সেনাবাহিনীর পোশাকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
×