ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমপি আয়েনের হস্তক্ষেপ

সেই বাড়ি ২৮ দিন পর ফিরে পেলেন রাহেলা

প্রকাশিত: ০৫:৫১, ৪ জানুয়ারি ২০১৬

সেই বাড়ি ২৮ দিন  পর ফিরে  পেলেন রাহেলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অবশেষে বিতাড়িত হওয়ার ২৮ দিন পর সংসদ সদস্য আয়েন উদ্দিনের হস্তক্ষেপে গৃহবধূ রাহেলা ফিরে পেলেন বাড়ি। রবিবার সকালে এমপি আয়েন উদ্দিন মোহনপুরের মৌগাছি ইউনিয়নের খয়রা গ্রামে রাহেলার বাড়িতে উপস্থিত হন। তখনও রাহেলা (গর্ভবতী) দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। এমপির উপস্থিতিতে রাহেলা এবং তার দুই সন্তান কান্নায় ভেঙ্গে পড়েন। সাধারণ মানুষও সায় তোলেন তার বাড়ি ফিরিয়ে দেয়ার আবেদনে। শেষপর্যন্ত রাহেলার বাড়িতে লাগানো তালা ভেঙ্গে সেখানে আসবাবপত্র বাড়ির ভেতর নেয়া পর্যন্ত এমপি আয়েন উপস্থিত থাকেন। তার এ পদক্ষেপকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের খয়রা এলাকায় ইয়াসিন আলীর বাড়ি দখল করে নেয় প্রভাবশালী চক্র। পুলিশের সহায়তায় ওই বাড়ির মালিকের স্ত্রী গর্ভবতী রাহেলা বেগমকে বের করে দেয় তারা। দুই সন্তান নিয়ে তারপর থেকেই খোলা আকাশের নিচে বাস করে আসছিলেন। এ ঘটনায় রাহেলা মোহনপুর থানায় একটি অভিযোগ করেও কোন কাজ হয়নি। রাতের অন্ধকারে তাদের ওপর হামলা চালানো হয়। সে সময় তার আসবাবপত্রও ছুড়ে ফেলা হয়। রাহেলা বাড়ির পাশেই গাছপালার ভেতর আশ্রয় নেয়। এরপর থেকেই ছোট্ট দুই সন্তানকে নিয়ে তীব্র শীত আর ঘনকুয়াশার মধ্যে রাত কাটাতে থাকেন তিনি। অভিযোগ উঠে প্রতিপক্ষ শরিফুলের কাছ থেকে মোহনপুর থানার ওসি মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাও রাহেলাকে বাড়ি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। এ ঘটনার পর থেকেই অনেকে প্রশাসনের কাছে রাহেলাকে বাড়িটি ফেরত দিতে অনুরোধ করেছেন। এর মধ্যে মহিলাজীবী পরিষদের বিভাগীয় চেয়ারপার্সন দিল সেতারা চুনি রাহেলার পাশে দাঁড়ান। তবে রবিবার সেই বাড়ি রাহেলাকে ফিরিয়ে দিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন।
×