ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে আইনজীবী ভবন নির্মাণে বাধা ॥ আদালত বর্জনের ঘোষণা

প্রকাশিত: ০৫:৫১, ৪ জানুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরে আইনজীবী ভবন  নির্মাণে বাধা ॥ আদালত  বর্জনের ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩ জানুয়ারি ॥ লক্ষ্মীপুরে আইনজীবীদের বহুতল বিশিষ্ট নতুন ভবন নির্মাণে বাধা দেয়ায় জজকোর্ট, চীফ জুডিশিয়াল কোর্ট ও এডিএম মিজানুর রহমানের কোর্টসহ তিন কোর্ট অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা। একই সঙ্গে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। রবিবার দুপুরে ঘটনার প্রতিবাদে আইনজীবীর বিভিন্ন সেøাগান দিয়ে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন। এর আগে জেলা আইনজীবীর আইনজীবী ভবনে সংগঠনের সভাপতি আব্দুর নূরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বার সাধারণ সম্পাদক রফিক উল্যা, সাবেক সভাপতি তারেকউদ্দিন মাহমুদ চৌধুরী, এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, বাবর মাহমুদসহ প্রায় সকল আইনজীবী উপস্থিত ছিলেন। জানা গেছে, নির্মাণাধীন চীফ জুডিশিয়াল ১০ তলা ভবনের পাশে জজশিপ ও জেলা ম্যাজিস্ট্রেটের জায়গায় নীতি বহির্ভূতভাবে আইনজীবী নিজেদের আরেকটি নতুন ভবন নির্মাণ শুরু করলে জজশিপ ও চীফ জুডিশয়াল এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একাধিকবার নির্মাণ কাজ বন্ধের জন্য লিখিবভাবে বারন করা হয়। আরও জানা গেছে, সেখানে নির্মাণাধীন জুডিশিয়াল ভবনের ৪০০ কেভি লাইনের বৈদ্যুতিক স্টেশন স্থাপন করা হবে। এর সপক্ষে ইতোপূর্বে গণপূর্ত বিভাগ টেন্ডার নোটিস আহ্বান করেছে। উক্ত জমিতে আইনজীবীদের কোন মালিকানা বা শর্ত নেই। ভবনের কাজ বন্ধ করে দেয়ার জর্ন্য আইনজীবীদের তাগিদ দেয়া হয়। সেখানে আরেকটি নতুন ভবন নির্মিত হলে নির্মাণাধীন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বহুতল ভবনটি অকেজো হয়ে পড়বে। এ নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনজীবীদের নির্মাণ কজ বন্ধ করার জন্য নির্দেশ দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগ্বিত-া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসৌজন্য আচরণ করা হয় বলে আদালত সূত্রে জানানো হয়। এ ব্যাপারে জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিক উল্যা বলেন, আমাদের নতুন ভবন নির্মাণসহ নানান ঘটনার প্রতিবাদে আইনজীবীরা অনির্দিষ্টকালের জন্য জজকোর্র্ট, চীফ জুডিশিয়াল ও এডিএম মিজানুর রহমানের কোর্টসহ তিনটি কোর্ট বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এডিএম মিজানুর রহমান না থাকলে তারা কোর্ট করবেন।
×