ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিনামূল্যের বইয়ে অর্থ নেয়ায় শিক্ষক বরখাস্ত

প্রকাশিত: ০৫:৫০, ৪ জানুয়ারি ২০১৬

বিনামূল্যের বইয়ে অর্থ নেয়ায় শিক্ষক  বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ জানুয়ারি ॥ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত তাঁতখানা সরকারী প্রথামিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি ২শ’ টাকার বিনিময়ে সরকারী বই বিতরণের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রইস উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে বিদ্যালয় পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, গোদনাইলে অবস্থিত তাঁতখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২শ’ শিক্ষার্থীদের কাছ থেকে বিনামূল্যের সরকারী বই বিতরণ করে জনপ্রতি ২শ’ টাকা করে আদায়ের অভিযোগে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর উপজেলা শিক্ষা অফিসার কর্র্মকর্তা মুনরুল হককে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে টাকা আদায়ের অভিযোগের সত্যতা পান এবং পহেলা জানুয়ারি বই উৎসবের দিন বই বিতরণ না করার প্রমাণ পান।
×