ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ, ৪৭ শিশু রোগাক্রান্ত

প্রকাশিত: ০৫:৪৯, ৪ জানুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ, ৪৭ শিশু রোগাক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ জানুয়ারি ॥ কনকনে শীতে উত্তরের ঠাকুরগাঁওয়ে বৃদ্ধি পেয়েছে শিশুদের নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়া। এতে সাধারণ মানুষ পড়ছে বিড়ম্বনায়। দিনের বেলা শীতের প্রকোপ একটু কম মনে হলেও বিকেল থেকে শুরু হয় কনকনে ঠা-া। ফলে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। গরম কাপড়ের হাটেও বেড়েছে মানুষের ভিড়। রবিবার সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠের মৌসুমি বাজারে দেখা যায় এমন চিত্র। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে গ্রামের অসহায় লোকজনকে খড়কুটো জ্বালিয়ে সময় কাটাতে দেখা গেছে। অপরদিকে সরকারীভাবে এ জেলায় এ পর্যন্ত পাঁচ হাজার ৮৮০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। সদর আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায়, সর্দি-জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড় বেড়েছে। রবিবার শীতে কোল্ড ডায়রিয়ায় ১২ শিশু, নিউমোনিয়ায় ৪৭ শিশু এবং শ্বাসকষ্টে ১৪ বয়স্ক পুরুষ ও আট নারী ভর্তি হয়েছে। এছাড়া গত দুদিনে শীতজনিত রোগে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৮৩ জন। রোগীর ভিড় বেড়ে যাওয়ায় শয্যার সঙ্কট দেখা দিয়েছে। এ কারণে তীব্র এ শীতে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে শুইয়ে চিকিৎসা নিতে হচ্ছে। শিশুবিশেষজ্ঞ ডাঃ শাহ্জাহান নেওয়াজ বলেন, শীতের তীব্রতায় বিশেষ করে শিশু ও হাঁপানি রোগীরা কষ্ট পাচ্ছে সবচেয়ে বেশি। আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রুস্তম আলী বলেন, শীতে শিশুসহ নারী-পুরুষ রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন আউটডোরে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। পটিয়ায় পুকুরে নেমে মৃত্যু বিকাশ চৌধুরী পটিয়া থেকে জানান, চট্টগ্রামের পটিয়ায় পুকুরে কচুরিপানা পরিষ্কারের সময় ঠা-ায় আলী হোসেন (৫০) অসুস্থ হয়ে মারা গেছেন। ঠা-ায় গুরুতর অসুস্থ হয়েছেন একই এলাকার মোহাম্মদ আলী, মোজাহের আলী, মোঃ সাদ্দাম, মোঃ সোলেমান, অভি, সাইফুল ইসলাম, মোঃ শহীদ, একে খান ও মোঃ ওসমান। রবিবার দুপুর পৌনে ১টার দিকে বুধপুরা গ্রামের দক্ষিণ পুকুরে এ ঘটনা ঘটে।
×