ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইটিসির আইপিও শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৫:৪৬, ৪ জানুয়ারি ২০১৬

আইটিসির আইপিও শেয়ার বিওতে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি আইপিওতে আসা ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেডের (আইটিসি) আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। রবিবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার জমার কাজ সম্পন্ন হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর ২০১৫ কোম্পানিটির লটারির ড্র অনুষ্ঠিত হয়। জানা গেছে, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেডের (আইটিসি) আইপিওতে মোট ৬৭ দশমিক ২৬ গুণ আবেদন জমা পড়েছে। এর আগে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু করে গত ২ নবেম্বর। চলে ১১ নবেম্বর পর্যন্ত। দেশী ও প্রবাসী উভয় শ্রেণীর বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য ছিল। এছাড়া গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৫৪তম সভায় কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেয়া হয়। জানা গেছে, অভিহিত মূল্য ১০ টাকা দরে বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে আইটিসি। আর এর মাধ্যমে সংগ্রহ করে ১২ কোটি টাকা। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ২৮ পয়সা।
×