ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গত বছরে বিদেশী বিনিয়োগ কমেছে

প্রকাশিত: ০৫:৪৫, ৪ জানুয়ারি ২০১৬

গত বছরে বিদেশী বিনিয়োগ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বছরে বিদেশী বিনিয়োগ কমেছে। অর্থাৎ ২০১৫ বছরে বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বিক্রি বেশি করেছেন। এমন পরিস্থিতিতে আলোচিত বছরে নিট বিদেশী বিনিয়োগ ৯২ দশমিক ৯১ শতাংশ অর্থাৎ দুই হাজার ৪৩৪ কোটি টাকা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, বিদায়ী বছরে নীট বিদেশী বিনিয়োগ হয়েছে ১৮৫ কোটি ৫০ লাখ টাকা। এর আগের বছরে অর্থাৎ ২০১৪ সালে নিট বিদেশী বিনিয়োগ হয়েছিল দুই হাজার ৬১৯ কোটি টাকা। ২০১৩ সালে নিট বিদেশী বিনিয়োগের পরিমাণ ছিল এক হাজার ৯৪২ কোটি টাকা, ২০১২ সালে ছিল ৭৯২ কোটি টাকা এবং ২০১১ সালে এ বিনিয়োগের পরিমাণ ছিল ৭৮ কোটি ৪৩ লাখ টাকা। এমনকি ২০১০ সালের বাজার ধসের মধ্যেও নিট বিদেশী বিনিয়োগ হয়েছিল ৭৬৭ কোটি টাকা। ডিএসই সূত্র আরও জানায়, ২০১৫ সালে বিদেশীরা মোট তিন হাজার ৮২৫ কোটি টাকার শেয়ার কিনেছেন। যা এর আগের বছরের তুলনায় ১৭ দশমিক ০২ শতাংশ অর্থাৎ ৭৮৪ কোটি ৯৫ লাখ টাকা কম। ২০১৪ সালে বিদেশীরা শেয়ারবাজার থেকে মোট চার হাজার ৬১০ কোটি টাকার শেয়ার কিনেছিল। অপরদিকে ২০১৫ সালে বিদেশীরা মোট তিন হাজার ৬৩৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন, যা এর আগের বছরের তুলনায় ৮২ দশমিক ৮৮ শতাংশ অর্থাৎ এক হাজার ৬৪৯ কোটি টাকা বেশি। ২০১৪ সালে বিদেশীরা ডিএসইতে মোট এক হাজার ৯৯০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল। তবে গত পাঁচ বছরের মধ্যে ২০১৫ সালে বিদেশী বিনিয়োগকারীরা সর্বোচ্চ মোট সাত হাজার ৪৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন করেছেন, যা এর আগের বছরের তুলনায় ১৩ দশমিক ০৬ শতাংশ অর্থাৎ ৮৬৪ কোটি ৪৬ লাখ টাকা বেশি। ২০১৪ সালে বিদেশীরা মোট ছয় হাজার ৬০০ কোটি টাকার শেয়ার লেনদেন করেছিল। এর আগে ২০১০ সালে বিদেশীরা মোট তিন হাজার ৩৬২ কোটি টাকার শেয়ার লেনদেন করেছিল, ২০১১ সালে মোট লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৯০৪ কোটি টাকা, ২০১২ সালে ছিল দুই হাজার ৩৫৫ কোটি টাকা এবং ২০১৩ সালে বিদেশীদের মোট শেয়ার লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৮৩৪ কোটি টাকা। এ প্রসঙ্গে শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ২০১৫ সালে ব্যাংক এক্সপোজার লিমিট সমন্বয়ের চাপে শেয়ারবাজারে বিক্রির চাপ বেড়ে গিয়েছিল। পরিণতিতে বাজারের সূচকের ব্যাপক পতন ঘটে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়া বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঙ্কট দেখা দেয়। এমন পরিস্থিতিতে বিদেশীরাও শেয়ার কেনার চেয়ে শেয়ার বিক্রি বেশি করেছেন। তাই বিদায়ী বছরে নিট বিদেশী বিনিয়োগ কমেছে।
×