ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জট খুলছে চট্টগ্রাম গার্মেন্টস পল্লীর

প্রকাশিত: ০৫:৪৫, ৪ জানুয়ারি ২০১৬

জট খুলছে চট্টগ্রাম গার্মেন্টস পল্লীর

বন্দরনগরী চট্টগ্রামে স্বতন্ত্র গার্মেন্টস পল্লী গড়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে লেগে থাকা জট অবশেষে খুলতে শুরু করেছে। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ৫শ’ একর জমি বরাদ্দ দেয়ার ব্যাপারে সম্মত হওয়ায় আর কোন বড় বাধা থাকছে না। আশির দশকে বন্দরনগরী চট্টগ্রামের কালুরঘাট থেকেই যাত্রা শুরু হয়েছিলো গার্মেন্টস শিল্পের। পর্যায়ক্রমে এ শিল্প পুরো নগরীতে বিস্তৃত হয়। গত পাঁচ বছর আগেও চালু ছিল সাড়ে সাত শ’ গার্মেন্টস কারখানা। কিন্তু নানা জটিলতায় মাত্র কয়েক বছরে চালু কারখানার সংখ্যা নেমে এসেছে চার শ’তে। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের মতে, চট্টগ্রামের গার্মেন্টস শিল্পকে আগের জায়গায় ফিরিয়ে নিতে স্বতন্ত্র পল্লী গড়ে তোলার কোন বিকল্প নেই। ইতোমধ্যে চট্টগ্রামে গার্মেন্টস শিল্পের জন্য ৫শ’ একর জায়গা বরাদ্দের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির চেয়ারম্যান পবন চৌধুরী। -অর্থনৈতিক রিপোর্টার
×