ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০ কোটি ডলার অর্থায়ন আরও তিন ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

প্রকাশিত: ০৫:৪৪, ৪ জানুয়ারি ২০১৬

৩০ কোটি ডলার অর্থায়ন আরও তিন ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে ৩০ কোটি ডলারের দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল ব্যবহারের জন্য চতুর্থ দফায় আরও ৩টি ব্যাংকের সঙ্গে চুক্তি করল কেন্দ্রীয় ব্যাংক। নতুন অন্তর্ভুক্ত হওয়া ব্যাংকগুলো হলো-যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই চুক্তি সই হয়। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ঋণ প্রকল্পটির পরিচালক ও ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্ল্যাহ এবং ব্যাংকগুলোর পক্ষে তাদের ব্যবস্থাপনা পরিচালকরা এই চুক্তিতে সই করেন। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমএ হালিম চৌধুরী এবং শাহজালাল ব্যাংকের এমডি ফরমান আর. চৌধুরী নিজ নিজ ব্যাংকের পক্ষে চুক্তি সই করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এসকে সুর চৌধুরী উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্টের (এফএসএসপি) আওতায় একটি বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে চুক্তিবদ্ধ ব্যাংকগুলোকে ৫ থেকে ১০ বছর মেয়াদে বৈদেশিক মুদ্রায় ঋণ সহায়তা দেয়া হবে। এ তহবিলের মাধ্যমে ব্যাংকগুলো গ্রাহকদের বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদী ঋণ চাহিদা পূরণ করতে পারবে। এতে করে বাণিজ্যিক ভিত্তিতে নেয়া বৈদেশিক ঋণের পরিমাণ কমে আসবে। সেইসঙ্গে বাণিজ্যিক ঋণের দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের সময় পাবে ব্যাংকগুলো। প্রসঙ্গত, তহবিল প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোর সুশাসনের দিকেও লক্ষ্য রাখছে কেন্দ্রীয় ব্যাংক। কেবল একটি নির্দিষ্ট মান অর্জনের পরই ব্যাংকগুলো এ তহবিলে অংশগ্রহণ করতে পারবে। সুদের হার নির্ধারণের ক্ষেত্রে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ক্যামেলস রেটিং প্রযোজ্য হবে।
×