ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্য মেলায় এখনও ২৫ শতাংশ স্টলের কাজ বাকি

প্রকাশিত: ০৫:৪৩, ৪ জানুয়ারি ২০১৬

বাণিজ্য মেলায় এখনও ২৫ শতাংশ স্টলের কাজ বাকি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা-আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর দুই দিন পার হলেও এখনও বাকি রয়েছে ২৫ শতাংশ স্টলের কাজ। বিশেষ করে বিদেশী স্টলগুলোর কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ কারণে প্রস্তুত হওয়ার আগেই মেলা উদ্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্টল মালিকরা। তবে মেলার শুরুতেই ক্রেতাদের ভালো সাড়া পাওয়ায় খুশি বিক্রেতারা। গুরুত্ব বাড়ায় প্রতিবছরই বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যিক মেলার পরিসর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ পাঁচটি মহাদেশের ২২টি দেশ এবারের মেলায় অংশ নিয়েছে। ১৬৮টি প্যাভিলিয়নের মধ্যে ৩৮টি প্যাভিলিয়ন বিদেশী। তবে অধিকাংশ বিদেশী স্টলের কাজ এখনও প্রাথমিক পর্যায়ে। দর্শনার্থীদের মতে স্টলগুলো পুরো প্রস্তুত হলে আরও ভাল লাগতো। তবে একই ছাদের নিচে সব ধরনের পণ্য পেয়ে খুশি মেলায় আগতরা। বিভিন্ন স্টলে ঘুরে পছন্দের পণ্য কেনাসহ দৃষ্টিনন্দন স্টলগুলোর পাশে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তগুলো মুঠোফোনে ক্যামেরাবন্দী করেন অনেকে। মেলার শুরুতেই ক্রেতা-দর্শনার্থী সমাগমে খুশি বিক্রেতারা। ক্রেতা আকর্ষণে নতুন অফারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে মূল্য ছাড়। আর রাজনৈতিক পরিস্থিতি ভাল থাকায় এবার বিক্রি ভাল হবে বলে মনে করছে বিভিন্ন প্রতিষ্ঠান। মেলায় সার্বক্ষণিক পুলিশের টহলের পাশাপাশি নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
×