ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিটিআরসির নয়া মহাপরিচালক নাসিম পারভেজ

প্রকাশিত: ০৫:৪২, ৪ জানুয়ারি ২০১৬

বিটিআরসির নয়া মহাপরিচালক নাসিম পারভেজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক পদে দায়িত্ব পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা (বিএ-৪১১৮) কর্নেল মোঃ নাসিম পারভেজ। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে গত ৩১ ডিসেম্বর থেকে কর্নেল মোঃ নাসিম পারভেজকে মহাপরিচালক পদে নিয়োগের কথা জানানো হয়েছে। আদেশে বলা হয়, কর্নেল মোঃ নাসিম পারভেজকে বিটিআরসি’র মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হলো। একই সঙ্গে বিটিআরসি’র মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা (বিএ-৩৩৩১) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
×