ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের

প্রকাশিত: ০৫:৪১, ৪ জানুয়ারি ২০১৬

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের স্কুল শাখায় শিক্ষার্থীদের মাসিক বেতন বাড়ানোর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন অভিভাবকরা। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত কাকরাইল রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মিন্টো রোড, রাজমণি সিনেমা হলের সামনে ও পল্টন এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিভাবকরা অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষ তাদের আগে থেকে কিছু না জানিয়ে শিক্ষার্থীদের বেতন বাড়িয়ে দিয়েছেন। বাচ্চাদের নতুন ক্লাসে ভর্তি করাতে এসে তারা বিষয়টি জানতে পারেন। মানিক ঘোষ নামের এক অভিভাবক জানান, তার মেয়ে এবার বাংলা মাধ্যমে ষষ্ঠ শ্রেণীতে উঠেছে। স্কুলে এসে তিনি জানতে পারেন মেয়ের বেতন মাসে ৬৫০ টাকার স্থলে এক হাজার টাকা করা হয়েছে। আরেক অভিভাবক জানান, স্কুলের ইংরেজী মাধ্যমে যেখান মাসে দুই হাজার ১০ টাকা দিতে হতো এখন তা বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে। কয়েকজন অভিভাবক জানান, বাংলা মাধ্যমে দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উঠেছে এমন শিক্ষার্থীদের আগে ১৩শ’ টাকা দিতে হতো। এখন ২২শ’ টাকা। অভিভাবকরা অভিযোগ করেন, বিনা নোটিসে এভাবে বেতন বাড়ানোর কারণে তারা বাধ্য হয়ে স্কুলের সামনে সড়ক অবরোধ করেছেন। স্কুলের ইংরেজী মাধ্যমের ভারপ্রাপ্ত প্রধান এ এস এম মাসুদের দাবি, বেতন বাড়ানোর বিষয়টি আগেই জানানো হয়েছিল। তিনি জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন উইলস লিটল ফ্লাওয়ারসহ আশপাশের কয়েকটি স্কুলের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান। ব্যবস্থাপনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বেতন বাড়ানোর পর অভিভাবকদের তা জানানো হয়েছে। সেখানে কর্তব্যরত রমনা থানার এএসআই মুজিব জানান, সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত কাকরাইলে যান চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীদের অভিভাবকরা প্রায় আধাঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন।
×