ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শৈলকুপায় বাড়িতে আগুন দিয়ে তিন শিশুকে পুড়িয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৩৫, ৪ জানুয়ারি ২০১৬

শৈলকুপায় বাড়িতে আগুন দিয়ে তিন শিশুকে পুড়িয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৩ জানুয়ারি ॥ জেলার শৈলকুপায় এক বাড়িতে আগুন দিয়ে দুই ভাই শিশু আমিন (১০) ও সাফিন (৬) এবং তাদের ভাগ্নে মাহিনকে (১৪) পুড়িয়ে হত্যা করা হয়েছে। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সন্ধ্যা ৭টার দিকে শৈলকুপা শহরের কাবিরপুরে দোলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। দুই শিশুর চাচা ইকবাল হোসেন এ হত্যাকা-ে জড়িত বলে পুলিশ জানিয়েছে। শৈলকুপা থানার পুলিশ জানায়, নিহত শিশু আমিন ও সাফিনের চাচা ইকবাল হোসেন বিদেশ থাকতেন। দেশে ফিরে এলে ভাইয়ের পরিবারের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। রবিবার সন্ধ্যার পর ইকবাল হোসেন বাইরে থেকে তার ভাইয়ের ঘরের দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেয়। সে সময় শিশুরা চিৎকার দিলেও দরজা খুলে না দিয়ে ঘরের ছাদের ওপর দাঁড়িয়ে থাকে। আগুনে পুড়ে শিশুদের মৃত্যু দেখে সে পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ ইকবাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। সে পুলিশের কাছে আগুন দেয়ার ঘটনা স্বীকার করেছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এদিকে শিশু মাহিনকে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। তার পিতার নাম রাশিদুল হাসান। মাহিন দেলোয়ার হোসেনের ভাগ্নে। এদিকে এ হত্যাকা-ের পর নিহতদের পরিবারসহ সারা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
×