ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধ পাকুন্দিয়ায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা আগুন

প্রকাশিত: ০৫:৩৫, ৪ জানুয়ারি ২০১৬

জমি নিয়ে বিরোধ পাকুন্দিয়ায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা আগুন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ জানুয়ারি ॥ পাকুন্দিয়ার পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় দু’পক্ষের অন্তত চারজন আহত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার চরফরাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আঃ সালামের ছেলে কফিল উদ্দিন গংদের (৪৮) সঙ্গে প্রতিবেশী মৃত চান মিয়ার ছেলে আঃ রাজ্জাক গংদের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এই জমি নিয়ে দু’পক্ষের মধ্যে আদালতে মোকদ্দমাও রয়েছে। রবিবার বিকেলে ওই বিরোধপূর্ণ জমিতে কফিল গংরা চাষাবাদ করতে গেলে রাজ্জাক গংরা বাধা দেয়। এক পর্যায়ে কফিল গংরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাজ্জাক গংদের বসতবাড়িতে হামলা চালিয়ে একটি রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। এতে রান্নাঘরসহ বসতঘরের আংশিক পুড়ে যায়। হামলার ঘটনায় আঃ রাজ্জাক, তার ভাই আঃ কাদির, ফারুক ও রশিদসহ দু’পক্ষের অন্তত চারজন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোঃ সামছুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, জমি নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের দেয়া আগুনে একটি রান্নাঘর পুড়ে গেছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
×