ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদি আরবে যেতে প্রস্তুত ৩৬ হাজার গৃহকর্মী

প্রকাশিত: ০৫:৫১, ৩ জানুয়ারি ২০১৬

সৌদি আরবে যেতে প্রস্তুত ৩৬ হাজার গৃহকর্মী

সৌদি আরবে গৃহস্থালির কাজের জন্য বাংলাদেশের ৩৬ হাজার কর্মী প্রস্তুত আছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত গোলাম মসীহ এ কথা জানিয়েছেন। সম্প্রতি আরব নিউজকে গোলাম মসীহ বলেন, বাংলাদেশ প্রতি মাসে গড়ে চার হাজার গৃহকর্মী সৌদি আরবে পাঠাচ্ছে। বর্তমানে ২০ হাজার বাংলাদেশী গৃহকর্মী সৌদি আরবে কাজ করছেন। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত সাত মাসে ১৫০ জন বাংলাদেশী গৃহকর্মী সৌদি আরব থেকে পালিয়েছেন বলে সম্প্রতি বাংলাদেশী বিভিন্ন সংবাদপত্রের খবরে বলা হয়েছে। তবে এ বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন বাংলাদেশী রাষ্ট্রদূত। এ প্রসঙ্গে মসীহ বলেন, এ কথা সত্য নয়। তবে প্রায় ২০০ গৃহকর্মী ব্যক্তিগত কারণে সৌদি আরব থেকে ফেরত যেতে চান। এ ক্ষেত্রে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে না পারা ও স্বাস্থ্যগত কারণ রয়েছে। পাশাপাশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা থাকাটাও একটি কারণ বলে মনে করেন মসীহ। সৌদি আরবে বর্তমানে ১২ লাখ বাংলাদেশী কর্মী কাজ করছেন। তাঁদের মধ্যে দক্ষ ও কম দক্ষ কর্মীরাও রয়েছেন। সম্প্রতি ঢাকা ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে আগামী জুন থেকে আবারও গৃহকাজে নিযুক্ত হবেন বাংলাদেশী কর্মীরা। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বরাবরই দারুণ সম্পর্ক রয়েছে মন্তব্য করে মসীহ বলেন, ‘আমাদের সম্পর্কের বন্ধন ধর্ম, সংস্কৃতি ও বোঝাপড়ার ভিত্তিতে তৈরি।’ চুক্তি অনুযায়ী, বাংলাদেশী কর্মীরা সৌদিতে গৃহকাজের সঙ্গে যুক্ত হলে ৮০০ থেকে এক হাজার রিয়াল (২১ হাজার টাকা) বেতন পাবেন। মসীহ বলেন, সৌদিতে কাজে পাঠানোর আগে কর্মীদের ঢাকায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে প্রশিক্ষণ দেয়া হবে। তাদের আরবী ভাষা, সংস্কৃতি, সামাজিক পরিবেশ সম্পর্কে ধারণা দেয়া হবে। পাশাপাশি আরবের গৃহস্থালির কাজের বিষয়েও প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে। সৌদি আরবে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইরিত্রিয়া, ভিয়েতনাম, নেপাল, ফিলিপাইন ও ভারতের কর্মীরা গৃহের কাজ করেন।
×