ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাশ্বেতা দেবী অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৫:৪৫, ৩ জানুয়ারি ২০১৬

মহাশ্বেতা দেবী অসুস্থ, হাসপাতালে ভর্তি

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের বিশিষ্ট বাঙালী সাহিত্যিক মহাশ্বেতা দেবী শারীরিক অসুস্থতা নিয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ৮৯ বছর বয়সী এই লেখিকা ঠিক কি কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন এ বিষয়ে কিছু জানায়নি হাসপাতাল সূত্র। তাকে হাসপাতালে দেখে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়েছে, বর্তমানে হাসপাতালে ভাল বোধ করছেন মহাশ্বেতা। তাকে কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে এ বিষয়ে কিছু বলা হয়নি। ১৯২৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এই লেখিকা। সাঁওতাল উপজাতীর ওপর তার অনেক লেখা রয়েছে। র‌্যামন ম্যাগসাইসাই ও ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মবিভূষণসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন মহাশ্বেতা দেবী।
×