ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় আহত ফয়েজের চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪০, ৩ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় আহত ফয়েজের চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ অসহায় মোঃ ফয়েজের (২২) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তিনি। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দেহলা গ্রামে তার বাড়ি। ট্রলির হেলপার হিসেবে কাজ করে মা-বাবা ও ভাইবোনের ভরণপোষণের দায়িত্ব পালন করছিলেন তিনি । গত বছরের ২৭ ডিসেম্বর সকালে তিনি ইটভর্তি ট্রলি নিয়ে রামগঞ্জ যাচ্ছিলেন। পথে জননী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে দুমড়ে মুছড়ে যায় তার ট্রলি। ঘটনাস্থলেই তার সহযোগীর মৃত্যু ঘটে। আর ফয়েজের ডান পায়ের ওপর উঠে যায় ইটভর্তি ট্রলি। তাকে নিয়ে যাওয়া হয় রামগঞ্জ মেডিক্যালে। চিকিৎসকদের পরামর্শে তাকে স্থানান্তর করা হয় ঢাকায়। বর্তমানে তিনি রাজধানীর শ্যামলীর এলিট ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। কেটে ফেলা হয়েছে তার ডান পা। এছাড়া শরীরের বিভিন্ন অংশে তিনি মারাত্মক আঘাত পেয়েছেন। যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। ব্যয়বহুল চিকিৎসা বহন করতে পারছেন না তার মাতা-পিতা। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। এমতাবস্থায়, ফয়েজের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৮১৮-২৮৯১৫৭। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- কাবিল মিয়া, সোনালী ব্যাংক লিঃ বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা, ঢাকা, হিসাব নং ৩৪০৮০২৮৭। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×