ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-জিম্বাবুইয়ে সিরিজের সব ম্যাচ সিলেটে

প্রকাশিত: ০৪:৩৭, ৩ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ-জিম্বাবুইয়ে সিরিজের সব ম্যাচ সিলেটে

স্পোর্টস রিপোর্টার ॥ জানুয়ারির ১৫ তারিখের পর বাংলাদেশ-জিম্বাবুইয়ের টি২০ সিরিজ শুরু হবে। এ সিরিজটির প্রতিটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শনিবার এমনটিই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বলেছেন, ‘বাংলাদেশ-জিম্বাবুইয়ে সিরিজের সবকটি ম্যাচ হবে সিলেটে।’ তবে কতটি ম্যাচ হবে সিরিজে তা নিশ্চিত করে বলতে পারেননি জালাল ইউনুস। বিসিবির সূত্রমতে যতদূর জানা গেছে, তিন ম্যাচের টি২০ সিরিজ হবে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়েছে সিলেটে। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত সিলেট স্টেডিয়ামে খেলেনি। এবার সিলেটবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে। আশাও পূরণ হবে। অনুর্ধ-১৯ ওয়ানডে বিশ্বকাপ হবে বাংলাদেশে। ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি চলবে যুবাদের বিশ্বকাপ। এ বিশ্বকাপের খেলাগুলো ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ও এমএ আজিজ স্টেডিয়ামে, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। এ জন্য এ স্টেডিয়ামগুলোতে খেলা দেয়া যাচ্ছে না। সিলেটেও হবে খেলা। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যে তিনটি ম্যাচ হবে তা শুরু হবে ২৮ জানুয়ারি থেকে। এ সময় পর্যন্ত যেহেতু সুযোগ আছে তাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই প্রথমবারের মতো দুই টেস্ট খেলুড়ে দলের মধ্যকার আন্তর্জাতিক টি২০ খেলা হবে। অনুর্ধ-১৯ বিশ্বকাপের কোন খেলা নেই খুলনায়। সেখানে খেলাগুলো দেয়া যেত? এ প্রশ্ন উঠছে। বিসিবির সূত্র জানিয়েছে, খেলা খুলনায় হতে পারত। কিন্তু খেলা যেহেতু তিনটি হবে তাই সবকটি সিলেটেই রাখা হয়েছে। বেশি ম্যাচ হলে তখন ২টি ম্যাচ হয়ত অন্য জায়গায়, মানে খুলনাতেও দেয়া যেত। অন্য মাঠগুলো খালি না থাকাতেই জানুয়ারির মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজটি সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ২০১৪ সালে বাংলাদেশে হয়েছিল টি২০ বিশ্বকাপ। বিশ্বকাপের কয়েকটি ম্যাচ খেলা হয়েছিল সিলেটে। মহিলা টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ২৪টি ম্যাচই সিলেটে হয়েছে। আর পুরুষ টি২০ বিশ্বকাপের ৬টি ম্যাচ হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর সংস্কার কার্যক্রম ও অন্যান্য কারণে আর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপভোগের সুযোগ পাননি সিলেটের দর্শকরা। আবারও সেই টি২০ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে সিলেটে। সিলেট স্টেডিয়ামটি ২০০৭ সালে তৈরি হয়। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তত্ত্বাবধানে এ স্টেডিয়াম এখন মূলত ক্রিকেটের জন্যই বেশি ব্যবহার হয়। ১০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এ স্টেডিয়ামে ২০১৪ সালে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর আবার সংস্কার কাজ শুরু হয়। স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানোর কাজ হয়। তাতে খেলা এতদিন বন্ধই থাকে। এ স্টেডিয়ামে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের খেলাও হয়। ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের লড়াইও হয়। সঙ্গে নারী ক্রিকেট টুর্নামেন্ট এবং জাতীয় লীগের খেলাও হয়েছে এ স্টেডিয়ামে। সারি সারি চা-বাগান আর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা ৬১৫ ফুট দৈর্ঘ্য ও ৪৮৫ ফুট প্রস্থবিশিষ্ট সিলেট স্টেডিয়ামটির সংস্কার কাজ শেষ। এখন প্রস্তুত আবার খেলার জন্য। আর সিলেট স্টেডিয়ামে আবারও খেলা বাংলাদেশ-জিম্বাবুইয়ে টি২০ সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে।
×