ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ সামনে রেখে প্রশিক্ষণে টাইগাররা

সাকিব ছাড়াই প্রস্তুতি শুরু আজ

প্রকাশিত: ০৪:৩৩, ৩ জানুয়ারি ২০১৬

সাকিব ছাড়াই প্রস্তুতি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সামনে শুধুই টি২০ খেলা। জিম্বাবুইয়ের বিপক্ষে টি২০ সিরিজ আছে। এরপর এশিয়া কাপ টি২০ আছে। এশিয়া কাপ শেষেই নেমে পড়তে হবে টি২০ বিশ্বকাপের মিশনে। টি২০’র ভরা গাংয়ে হাবুডুবু খেতে হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। এ জন্য প্রস্তুত হওয়াটাও জরুরী। সেই জরুরী কাজটি করতেই আজ থেকে মাশরাফিদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। তবে ক্যাম্পের শুরুতে পাওয়া যাবে না বিশ্বসেরা টি২০ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আর এ ক্যাম্প দিয়ে ভবিষ্যত পেসার আবু হায়দার রনি প্রথমবারের মত জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করবেন। সকাল সাড়ে নয়টায় ট্রেইনার মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করা দিয়েই টি২০ ভরা মৌসুমের জন্য প্রস্তুত হওয়া শুরু হয়ে যাবে মাশরাফিদের। শুরুতে ফিটনেস ট্রেনিং হবে। যেখানে ক্রিকেটারদের ফিটনেস লেভেল কোন্ পর্যায়ে আছে তা দেখা হবে। ২ দিন চলবে এ ট্রেনিং। এরপর স্কিল ট্রেনিং শুরু হবে। জাতীয় দলের শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাতুরাসিংহে আছেন অস্ট্রেলিয়ায়। বিপিএল শেষে পরিবারের সঙ্গে দীর্ঘ ছুটি কাটাতে গেছেন। সেই সঙ্গে সহকারী ও স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে শ্রীলঙ্কায়, ফাস্ট বোলিং কোচ হিথ স্ট্রিক ও ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল জিম্বাবুইয়েতে ছুটি কাটাতে গেছেন। ৫ জানুয়ারির মধ্যেই ঢাকায় পৌঁছাবেন তারা। ১৫ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শেষ হওয়ার পর ১৮ দিন কোচিং স্টাফদের সঙ্গে ক্রিকেটাররাও ছুটি পেয়েছেন। ক্রিকেট থেকে দূরে থেকে ব্যক্তিগত জীবনও উপভোগ করতে পেরেছেন। কেউ একা অথবা পরিবারকে সঙ্গে নিয়ে বিদেশ ঘুরতে গেছেন। কেউবা দেশেই ছিলেন। নিজ গ্রামে গিয়ে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবের সঙ্গে বিরতি উপভোগ করেছেন। সবাই এখন ঢাকায় আছেন। তবে এখন যুক্তরাষ্ট্রে স্ত্রী, কন্যাসন্তান ও মায়ের সঙ্গে আছেন সাকিব। তবে ৮ জানুয়ারির মধ্যে দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন। এ ক্যাম্পের জন্য গত বছর ৩০ ডিসেম্বর ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলটিতে প্রথমবারের মত বিপিএলের তৃতীয় আসরে ২১ উইকেট নিয়ে চমক জাগানো পেসার রনি সুযোগ পেয়েছেন। সেই সঙ্গে ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকতও প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। তবে ইনজুরির জন্য প্রাথমিক দলেই সুযোগ হয়নি পেসার রুবেল হোসেনের। ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুই উইকেট নিয়ে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে ওঠান রুবেল। কিন্তু এ পেসার এবার জিম্বাবুইয়ের বিপক্ষে টি২০ সিরিজ, এশিয়া কাপ টি২০ কিংবা টি২০ বিশ্বকাপ-কোনটিতেই খেলতে পারবেন না। রুবেলের ইনজুরি সেরে ওঠার আগেই টি২০ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। প্রাথমিক দলে নেয়া হয়নি লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকেও। ইমরুল কায়েস ক্যাম্পের দলে আছেন। তবে সম্প্রতি নাকের অপারেশন করেছেন তিনি। কলকাতায় গিয়ে অপারেশন করে আসেন। হয়তো ইমরুল শুরু থেকেই ক্যাম্পে প্রস্তুতি নিতে পারবেন না। কিছুদিন সময় লাগবে তার। শেষ হয়ে গেছে পুরনো বছর, ২০১৫ সাল। যে বছরটি বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল ‘সোনালী বছর’। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারিয়ে এবং বছরের শেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করে দুর্দান্ত একটি বছর কাটায় বাংলাদেশ। এখন নতুন বছর চলছে। যে বছরে নতুন চ্যালেঞ্জেও নামতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফির ভাষায়, ‘যে তিনটি ফরমেট আছে টেস্ট, ওয়ানডে ও টি২০। এরমধ্যে আমরা টি২০ ফরমেটেই সবচেয়ে বেশি দুর্বল।’ সেই দুর্বল ফরমেটেই টানা খেলতে হবে এখন বাংলাদেশকে। পুরনো বছরের সাফল্য ধরে রাখতে হবে নতুন বছরে। তা যে কত কঠিন, তা বুঝিয়ে দিয়েছেন মাশরাফিই, ‘সামনে জাতীয় দলের খেলা আসছে, অনেক বড় বড় টুর্নামেন্ট (এশিয়া কাপ এবং বিশ্বকাপ) আসছে। তাই আমাদের পুরো লক্ষ্যটাই ওইদিকে। তিন তারিখ পর্যন্ত আমাদের ছুটি রয়েছে। তাই সবাই যে যার মতো সময় কাটাচ্ছে। তিন তারিখ থেকে আমাদের সবাই ক্যাম্পে ফিরবেন, কারণ অনেক বড় চ্যালেঞ্জ সামনে আসছে।’ সঙ্গে যোগ করেন, ‘এখন আমাদের আসল চ্যালেঞ্জ। বলা যায়, এখন থেকে পরীক্ষার শুরু হলো। তবে মনে রাখতে হবে ২০১৬ সালের প্রথম কয়েকটা মাস আমরা টি২০ই বেশি খেলব। এই ফরম্যাটে আমরা তিন ফরম্যাটের মধ্যে এখনও সবচেয়ে দুর্বল। ফলে আমাদের ভাল করার দারুণ চেষ্টা থাকবে। তবে কাজটা সহজ হবে না। ২০১৬ সালটি আমাদের জন্য চ্যালেঞ্জের বছর।’ এ চ্যালেঞ্জেও ‘পাস মার্ক’ তুলে নিতেই আজ থেকে প্রস্তুতি ক্যাম্পে নামবেন মাশরাফিরা।
×